Featured

StudyTechnology

বিভিন্ন প্রকার মোবাইল টেলিফোন সিস্টেম

, মে ২১, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z


বিভিন্ন প্রকার মোবাইল টেলিফোন সিস্টেমের বৈশিষ্ট্য

মোবাইল ফোনের ক্রমবর্ধমান ব্যবহার ও উন্নয়নের এক একটি পর্যায় বা ধাপকে মোবাইল ফোনের প্রজন্ম নামে অভিহিত করা হয়। এ পর্যমত আবিস্কৃত মোবাইল প্রযুক্তিকে চারটি প্রজন্মে ভাগ করা যায়। নিচে এসব প্রজন্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা কর হল-

প্রথম প্রজন্মঃ
১৯৮৩ সালে উত্তর আমেরিকায় বাণিজ্যিক ভাবে প্রথম প্রজন্মের মোবাইল ফোন চালু করা হয়। যার নাম ছিলো AMPS (Advanced Mobile Phone System) । AMPS এ্যানালগ সিগনাল ব্যবহার করে যোগাযোগ স্থাপন করতো।

প্রথম প্রজন্মের মোবাইল সিস্টেমের নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছেঃ

  • এই প্রজন্মে এ্যানালগ পদ্ধতির রেডিও সিগনাল ব্যবহৃত হয়।
  • সিগন্যাল ফ্রিকোয়েন্সি তুলনামূলক ভাবে কম।
  • কথপোকথোন চলা অবস্থায় ব্যবহার কারীর অবস্থানের পরিবর্তন হলে ট্রান্সমিশন বিচ্ছিন্ন হয়ে যায়।
  • এতে মাইক্রোপ্রসেসর ও সেমিকন্ডাকটর প্রযুক্তি ব্যবহার করা হয়।
  • একই এলাকায় অন্য মোবাইল ট্রান্সমিটারের দ্বারা সৃস্ট ইন্টারফারেন্স নেই।

উদাহরণঃ এডভান্সড মোবাইল ফোন সিস্টেম (Advanced Mobile Phone System - AMPS)
টোটাল একসেস কমিউনিকেশন সিস্টেম (Total Access Communication System  - TACS) ইত্যাদি।

দ্বিতীয় প্রজন্মঃ
ভয়েসকে Noise মুক্ত করার মাধ্যমে দ্বিতীয় প্রজন্ম মোবাইল ফোনের আবির্ভাব ঘটে। এটি ভয়েস ট্রান্সমিট করে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে। উত্তর আমেরিকার AMPS এর নামের সাথে ডিজিটাল যোগ করে নাম রাখা হয় Digital AMPS বা D-AMPS ।

দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছেঃ

  • এই প্রজন্মে ডিজিটাল পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহৃত হয়।
  • সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং মাইক্রোওয়েভ ডিভাইসের অগ্রগতির ফলে মোবাইল কমিউনিকেশনে ডিজিটাল ট্রান্সমিশন সম্ভব হয়।
  • উন্নতমানের অডিওর জন্য ডিজিটাল মডুলেশন ব্যবহৃ হয়।
  • ডেটা স্থানামতর করার গতি অনেক বেশি।
  • ডেটার প্রতারণা প্রতিরোধে সহায়তা করে।
  • সর্বপ্রথম প্রিপেইউ পদ্ধতি চালু হয়।
  • SMS এবং MMS সেবা কার্যক্রম চালূ হয়।
  • জিএসএম পদ্ধতিতে ডেটা এবং ভয়েস প্রেরণ করা সম্ভব হয়।
  • কথোপকথন চলা অবস্থায় ব্যবহারকারীর অবস্থানের পরিবর্তন হলে ট্রান্সমিশন অবিচ্ছিন্ন থাকে।
  উদাহরণঃ  জিএসএম-আর, জিএসএম ১৮০০ ইত্যাদি।

তৃতীয় প্রজন্মঃ
তৃতীয় প্রজন্ম মোবাইল ফোনের ধারণা শুরু হয় ১৯৯২ সাল থেকে। এ সময় ইন্টারন্যাশনাল টেলিকম ইউনিয়ন (ITU) নামে নতুন ধারণার উদ্ভব ঘটায়।

তৃতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছেঃ

  • মডেম সংযোজনের মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেটের ব্যবহার এবং ডেটা আদান-প্রদানের নতুন এক মাত্রা যোগ হয়।
  • ডেটা স্থানামতর উচ্চ গতি সম্পন্ন। ডেটা রেট ২ এমবিপিএস এর অধিক।
  • মোবাইল ব্যাংকিং, ই-কমার্স ইত্যাদি সেবা কার্যক্রম চালূ সম্ভব হয়।
  • আন্তর্জাতিক রোমিং সুবিধা চালূ হয়।
  • রেডিও ফ্রিকোয়েন্সির ব্যবহার
  • এ ছাড়াও বিকল্প পদ্ধতিতে বিল প্রদান সংক্রামত সেবা প্রদান করা যায়। যেমন Pay-Per-bit, Pay-per-Session, Flat rate   ইত্যাদি।
উদাহরণঃ  EDGE, HSPA ইত্যাদি।

চতুর্থ প্রজন্মঃ
আগামী দিনের মোবাইল ফোন সিস্টেম হল চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন সিস্টেম। এই প্রজন্মের মোবাইল সিস্টেমের প্রধান বৈশিষ্ট্য হল সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিয়ের পরিবর্তে ইন্টরনেট প্রটোকল ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার। এর ফলে মোবাইল টেলিফোন সিস্টেমে (IP) ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহারের মাধমে ডেটা আদান প্রদান করা সম্ভব হবে। দ্রুত চলনশীল ডিভাইসের ক্ষেত্রে এর ডেটা স্থামতরের গতি ১০০  মেগাবিট / সেকেন্ড এবং স্থির ডিভাইসের ক্ষেত্রে এর ডেটা স্থানামতর গতি ১ গেগাবিট / সেকেন্ড। উদাহরণস্বরূপ, ল্যাপটপ, স্মার্টফোন এবং অন্যান্য মোবাইল ডিভাইসের সাথে ইউএসবি ওয়্যারলেস মডেম।
নিম্নলিখিত সুবিধা অর্জনের লক্ষ্যে চতুর্থ প্রজন্ম এর বৈশিষ্ট্যগত উন্নয়ন সাধন করা হয়েছে।
ত্রি-মাত্রিক ব্যবহারিক প্রয়োগের ফলে কোন অনুষ্ঠানে সরাসরি উপস্থিত না হয়েও নিজের উপস্থিতি আছে বলে অনুভুত হবে।
আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেম কাজ করবে।
সহায়ক প্রযুক্তির মধ্যে মিথস্ক্রিয়া বৃদ্ধি পায়।
3G এর সীমাবদ্ধ ব্যান্ডউইথ সমস্যও সমাধান 4G করবে।
টেলিভিশনের অপেক্ষাকৃত উন্নত মানের ছবি এবং ভিডিও লিংক প্রদান করবে।
          উদাহরণঃ  WiMax2

অবশ্যই পড়ুন -  



Related search: Data communication, data transmission, data transmission speed, data transmission channel, data transmission methods, data, communication, transmission, speed, channel, method, methods, data communication pdf, data transmission pdf, data transmission speed pdf, data transmission channel pdf, data transmission method pdf, data transmission methods pdf, data communication pdf download, ICT, hsc, hsc ict pdf, hsc ict pdf download, ict data communication, ডেটা কমিউনিকেশন পিডিএফ, ডেটা ট্রান্সমিশন পিডিএফ, এইচএসসি, এসএসসি, আইসিটি, optical fiber cable, optic fiber, optical fiber pdf download, co-axial cable, pair cable, twisted pair cable, twisted cable, wifi, wimax, wifi-wimax, wifi vs wimax, mobile phone, telephone, system, mobile telephone system, মোবাইল সিস্টেম, 1g, 2g, 3g, 4g, 5g, ১জি, ২জি, ৩জি, ৪জি, ৫জি , প্রযুক্তি,