Featured

বন্ধ হয়ে যাচ্ছে গুগল+

, ফেব্রুয়ারী ২৫, ২০১৯ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

গুগলের বারো ডাটা চুরি হওয়াই মূল পরিকল্পনার চেয়ে চার মাস আগে তাদের এই সামাজিকনেটওয়ার্কের গ্রাহক সেবাটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।গুগল এখন আগস্টের পরিবর্তে এপ্রিল মাসে এটি বন্ধ করে দিবে।উপরন্তুনেটওয়ার্কে API অ্যাক্সেস পরবর্তী ৯০ দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে।


গুগল+ ২রা এপ্রিল থেকে তাদের সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে| গুগল+ তাদের এই সিদ্ধান্তের ব্যাপারে সব গ্রাহককে ইমেল প্রেরণ করেছে| যাতে পরবর্তীতে গ্রাহকদের কোন ধরনের সমস্যা না হয়| র্কতৃপক্ষ তাদের সব গ্রাহককে জানিয়ে দিয়েছে যাতে তারা তথ্য বা অন্যান কনটেন্ট ডাউনলোড করে সংগ্রহ করে রাখতে পারে| অনেক আগে ৪ই ফেব্রুয়ারী থেকে আর কোন নতুন গুগল+ অ্যাকাউন্ট, পেজ, সম্প্রদায় বা ইভেন্ট তৈরি করা যাবে না| ২রা এপ্রিল এ আগের তৈরি সমস্ত পেজ বন্ধ করে দেওয়া হবে শুধুমাএ ব্যাক আপ নেওয়া ছবি বা ভিডিও মুছে ফেলা যাবে না|


গুগলের মতেনতুন এই দুর্বলতা ৫২. মিলিয়ন ব্যবহারকারীকে প্রভাবিত করেছেযার কারণে তারা তাদের নামইমেল ঠিকানাপেশা এবং বয়সের মতো প্রোফাইল তথ্য গোপন করেছে অ্যাপ থেকে তথ্যসমূহ শুধুমাএ নির্দিষ্ট ব্যবহারকারীর সাথে শেয়ার করতে অনুমতি দিচ্ছেপাবলিকভাবে নয়

অক্টোবরেএকই রকম গুগল দুর্বলতা প্রকাশ করা হয়েছে যেব্যক্তিগত ব্যবহারকারী ডেটা ডেভেলপারদের কাছে তিন বছর পর্যন্ত অপ্রকাশিত করা হয়েছে। এই বাগটি প্রথমে মার্চ মাসে সনাক্ত করা হয়েছিলতবে অক্টোবর পর্যন্ত  প্রকাশ করা হয় নিযার ফলে উল্লেখযোগ্য স্বচ্ছতার উদ্বেগ ঘটে। জবাবেগুগলের গ্রাহক সেবাটি বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেযা ব্যবহারকারীদের আকর্ষণ করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করেছিল। এই সময় গুগল জানিয়েছে তারা এই লিকটি নিজেরা সনাক্ত করতে সক্ষম হয়েছেযার মেয়াদ ছিল  দিন - থেকে ১৩ই নভেম্বর পর্যন্ত