Featured

Fiction

পরবাসিনী (Criticism)

, ফেব্রুয়ারী ১৪, ২০১৯ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

পৃথিবীর ক্রান্তিকালীন সময় এসে পড়লে ভেবে দেখ কি করবে। বাঁচতে হলে জেনে নাও, না হয় অতলে তলিয়ে যাও...

Porbashinee poster

খুঁটিনাটি -

নাম - পরবাসিনী
পরিচালক - স্বপন আহমেদ
প্রযোজক - কাজী এনায়েত উল্লাহ, জামাল উদ্দিন
গল্প - স্বপন আহমেদ
চিত্রনাট্য - স্বপন আহমেদ, মালিহা কে. আহমেদ 
ধরণ - সাইন্স ফিকশন
অভিনয়ে - রিথ মজুমদার, মামনুন হাসান ইমন, সব্যসাচী চক্রবর্তী
মিউজিক - ইবরার টিপু, তানভীর তারেক
সিনেমাটোগ্রাফি - আলাউল বাকি, ডেভিড বোরম্যান
সম্পাদনা - রবিরঞ্জন মৈত্র
প্রোডাকশন কোম্পানি - রিজ্ঞী এন্টারটেইনমেন্ট
মুক্তি - ৫ মে, ২০১৭ 
দেশ - বাংলাদেশ

ভাষা - বাংলা, ইংরেজি

ভালো দিক - বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একঘেয়েমি একই ধরনের মুভিগুলোর পর প্রথম পূর্ণদৈর্ঘ্য সাইন্স ফিকশন মুভি করার পরিকল্পনা।এলিয়েনের মত রোমাঞ্চকর বিষয় নিয়ে ফিল্ম করার উদ্যোগ যা সত্যিই প্রশংসার দাবীদার...

খারাপ দিক - মূল গল্প ভালো হলেও অসামঞ্জস্যপূর্ণ ও যুক্তিহীন চিত্রনাট্য মুভিটির মূল থিমটাকেই নষ্ট করে দিবে। এছাড়াও রয়েছে বাজে ভিজুয়াল ইফেক্ট, দুর্বল অভিনয়, দুর্বল ডায়লগস, অপ্রয়োজনীয় বাজে গান যা খুবই দুঃখজনক...


কাহিনী সারসংক্ষেপ -

২১১৫ সাল। বাঙালী এক প্রত্নতত্ত্ববিদ তার মেয়েকে সাথে নিয়ে আসেন ধবংসপ্রাপ্ত ঢাকা এবং কলকাতা শহরে। অনেক বছর আগের এলিয়েনদের আক্রমণের পর শহর দুটিকে পুনঃআবিষ্কার করছে সবাই। এরমধ্যে বাংলাদেশ থেকে কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে পাঠানোর ৩৭ বছর পর বাংলাদেশ স্পেস রিসার্চ এ্যাসোসিয়েশনে (বিএসআরএ) একটি বেতার তরঙ্গের জবাব আসল। স্বল্পদৈর্ঘ্যের এই বেতার তরঙ্গ বার্তাটি রেকর্ড করা হল। বিএসআরএ ঘোষণা করে বসল যে এলিয়েনদের একটি বিরাট মহাকাশযান পৃথিবীর দিকে এগিয়ে আসছে। তারপর এক ঝড়ের রাতে এলিয়েনরা হিলিয়াম-৩ ও হিলিয়াম-৪ সংগ্রহের জন্য মাধবপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আক্রমণ করে। কিন্তু তাদের বাঁধা দিতে এগিয়ে আসে বাংলাদেশ স্পেশাল ফোর্সেস (বিএসএফ)।এই ফোর্সের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকে এক গোয়েন্দা। সে বিভিন্ন ঘটনা ও হত্যা থেকে ক্লু নিয়ে সামনে এগোতে থাকে। এসময় তার পরিচয় হয় পরবাসিনী নামক এক আগন্তুকের সাথে। সে তাকে তার মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিতে থাকে।তাকে সাহায্যও করতে থাকে। এই পরবাসিনীর আসল পরিচয় কি? তার দেওয়া তথ্যগুলো কতটুকু ভরসাদায়ক? সে কেনই বা এই গোয়েন্দাকে সাহায্য করছে? জানতে হলে আপনাকে দেখতে হবে পরবাসিনী মুভিটি..


Criticized by - Atiq Alam

                                 (Author)                            (dd)