Featured

NewsPhysicsSpaceSubject

International Astronomy and Astrophysics Competition 2019

, ফেব্রুয়ারী ১৬, ২০১৯ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

আন্তজার্তিক জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিঃপদার্থবিজ্ঞান প্রতিযোগিতা ২০১৯ (অনলাইন) অনুষ্ঠিত হতে যাচ্ছে ।




IAAC website homepage


প্রতিযোগীদের জুনিয়র এবং সিনিয়র এই দুইটি ভাগে ভাগ করা হয়েছে ।
  • ১৮ বছরের কম বয়সীরা জুনিয়র বিভাগ ।
  • ১৮ বছরের বেশি বয়স যাদের তারা সিনিয়র বিভাগ ।
প্রতিযোগিতাটি তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে -
  • Qualification round - (ডেডলাইন ১৪ এপ্রিল ২০১৯)
  • Pre-Final round
  • Final Round
 এতে প্রাইজ মানি রাখা হয়েছে ৭০০ ইউএস ডলার ।  কোয়ালিফিকেশন রাউন্ডের প্রশ্ন সহ যাবতিয় তথ্যের জন্য তাদের ওয়েব সাইট  https://iaac.space ভিজিট করুন । কোয়ালিফিকেশন রাউন্ডে জুনিয়র বিভাগকে ১৫ নম্বর এবং সিনিয়র বিভাগকে ২০ নম্বর পেতে হবে । কোয়ালিফিকেশন রাউন্ডে কোনো এন্ট্রেন্স ফি নেই । তবে এই রাউন্ড উত্তরে যেতে পারলে ৮ ইউএস ডলার মূল্যের একটি ফি জমা করতে হবে । 
আরো বিস্তারিত জানতে - https://iaac.space