Featured

News

NASA তে কাজ করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ৫ তরুণ

, ফেব্রুয়ারী ১৭, ২০১৯ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

মহাকাশ গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান নাসাতে কাজ করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের পাঁচ তরুণ ।



 নাসা আয়োজিত স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮–এর একটি বিভাগে জয়ী হয়েছে বাংলাদেশের পাঁচ তরুণের দল ‘অলিক’। বেস্ট ইউজ অব ডেটা’ বিভাগে ওই দলের তৈরি ‘লুনার ভিআর’ সারা বিশ্বের ১ হাজার ৩৯৫টি দলের সঙ্গে প্রতিযোগিতা করে বিজয়ী হয়েছে। এ প্রতিযোগিতায় তাদের প্রকল্প পেছনে ফেলেছে ক্যালিফোর্নিয়া, কুয়ালালামপুর ও জাপানের প্রকল্পকে। ওই প্রতিযোগিতায় বাকি পাঁচ বিভাগসহ সব বিভাগের জয়ী দলের সদস্যরা নাসায় যাওয়ার এবং সেখানে শিক্ষানবিশ হিসেবে কিছুদিন কাজ করার সুযোগ পাবেন।বাংলাদেশের পাঁচ তরুণের এই দল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। দলের সদস্যরা হলেন আবু সাবিক মাহদী, সাব্বির হাসান, বিশ্বপ্রিয় চক্রবর্তী, কাজী মাইনুল ইসলাম ও এস এম রাফি আদনান।