Featured

BirthdayChemistChemistryHistoryNewsScholarScientist

রুডলফ ডিজেলের জন্মদিন

, মার্চ ১৯, ২০১৯ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

🎉  জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো  রুডলফ ডিজেল 🎉


রুডলফ ডিজেল ১৮৫৮ সালের ১৮ মার্চ জন্মগ্রহণ করেন। তিনিই ডিজেল জ্বালানী আবিষ্কার করেন। বিজ্ঞানী ডিজেল আদিতে কয়লার ধূলিকে জ্বালানি হিসেবে ব্যবহার করে ইঞ্জিন চালানোর জন্য নকশা করেছিলেন।পরবর্তীতে তিনি অন্যান্য জ্বালানি যেমন উদ্ভিজ্জ তেল নিয়েও পরীক্ষা চালান। তিনি তাঁর
এই সমস্ত উদ্ভাবন ১৯০০ ও ১৯১১ সালের প্যারিস বিশ্ব মেলাতে উপস্থাপন করেন।


আচ্ছা, তোমরা কি জানো, রুডলফ ডিজেল কত সালে ডিজেল আবিষ্কার করেছিলেন?