Featured

News

অ্যাপল কার্ড

, মার্চ ২৬, ২০১৯ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

অ্যাপলের নতুন আবিষ্কার




বর্তমান সময়ে মানুষ ক্যাশের চেয়ে কার্ড বেশি ব্যবহার করে। তার কথা চিন্তা করে অ্যাপল নিয়ে এলো অ্যাপল কার্ড। এটা কোন ব্যাংক কার্ড নয়, যার কারণ এ নেই কোন ঝামেলা, একদম সহজ, হস্তান্তরযোগ্য এবং নিরাপদ। 
এই অ্যাপল কার্ড নিয়ন্ত্রণ থাকবে একমাত্র আপনার কাছে অর্থাৎ শুধুমাত্র আপনার ফেস আইডি ও ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এটি আনলক করা যাবে, যার ফলে আপনার টাকা থাকবে নিরাপদ। আপনি এই অ্যাপল কার্ডের মাধ্যমে যেকোনো বিল পরিশোধ করতে পারেন। আর এই বিল পরিশোধের হিস্ট্রি আপনার ফোনে জমা থাকে, আর যেকোনো সময় আপনি তা দেখতে পারেন। আর অ্যাপল আপনার এই কার্ডের নাম্বার অনেক নিরাপদভাবে আপনার ফোনের মধ্যে লুকানো থাকে, যার কারণে অন্যদের পক্ষে তা চুরি করা সম্ভব না। 
আর আপনি যদি চান এই অ্যাপল কার্ড আপনি আলাদা ব্যবহার করতে পারেন। যা টাইটেনিয়াম দিয়ে তৈরি আর এটি লেজার ও নাম্বারবিহীন। আর দেখতে অনেক সুন্দর। 

Writer - EmOn AheMad