Featured

NewsTechnology

মাইক্রোসফটের হোলোলেন্স ২

, মার্চ ০৪, ২০১৯ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

মাইক্রোসফট হোলোলেন্সের ২য় ভার্সন জন সম্মুখে নিয়ে এসেছে । এটি একটি মিক্স রিয়ালিটি হেডসেট । যার ব্যবহার কর্ম ক্ষেত্রে করা যেতে পারে দারুন ভাবে ।






গত ২৪ ফেব্রুয়ারি মাইক্রোসফট তাদের হোলোলেন্সের ২য় ভার্সন জনসম্মুখে উন্মুক্ত করেছে । হোলোলেন্স হলো এক ধরনের মিক্সড রিয়ালিটি হেডসেট । এটি তারা উন্মোচন করেছেন বার্সোলোনায় । এর ব্যবহার কর্মক্ষেত্রে কার্যক্ষমতা বাড়িয়ে দিবে এমন দাবি করছে মাইক্রোসফট ।
বিশেষ করে ডিজাইনিং এবং ৩ডি ভিও তে এর যুগান্তকারি অবস্থান রয়েছে । 


হোলোলেন্সের ২ হেডসেটের দাম নির্ধারন করা হয়েছে প্রায় $৩৫০০ ডলার । মাইক্রোসফট এর প্রথম ভার্সন হোলোলেন্স বাজের নিয়ে এসেছিলো প্রায় ৪ বছর আগে ।
হোললেন্স হলো শুধুমাত্র এই প্রযুক্তির যাত্রার শুরুর নমুনা । মাইক্রোসফট দেখতে চাইছেন এটি ইতিমধ্যে কিভাবে এবং কোথায় ব্যবহার করা সম্ভব । ডিজিটাল ওয়ার্ল্ড কে ফিজিকাল ওয়ার্ল্ডের সাথে সম্পর্কিত করতে পারে হোলোলেন্স এবং হোলোলেন্স ২ ।
হোলোলেন্স ২ এর মূল ফিচার গুলো হলো ঃ
  • রিয়েল টাইম আই ট্রেকিং
  • হলোগ্রাফিক লেন্স দিয়ে ডিজিটাল এবং ফিজিকাল পৃথিবীকে উপলব্দি করা ।
এতে ব্যবহার করা হয়েছে স্নেপড্রাগন ৮৫০ প্রসেসর ।
হোলোলেন্স ২ এ বছরের শেষের দিকে বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট ।স