সময় অপচয় না করে সহজে মুহূর্তের মধ্যে নিজের পছন্দের গেম খেলা যাবে কোন প্রকার ইন্সটাল করা ছাড়া। যার কারণে সময় যেমন বাঁচবে, বাঁচবে ডাটা ।
গুগল বর্তমান প্রজন্মের জন্য নিয়ে এলো এমন এক প্রযুক্তি যার মাধ্যমে সহজে পছন্দের গেম খেলা যাবে কোন প্রকার বিভ্রান্তি ছাড়া। গুগল স্টাডিয়া (Google Stadia) এমন একটি প্রযুক্তি যার কারণ এ অনলাইনে নিজের পছন্দের গেম খেলা যাবে কোন প্রকার ডাউনলোড করা ছাড়া। এর পাশাপাশি গুগল স্টাডিয়া কন্ট্রোলার তৈরি করেছে যার মাধ্যমে যেকোনো গেমকে সহজে নিয়ন্ত্রণ করা যাবে।
গুগল স্টেডিয়া সম্পর্কে বলছেন গুগলের ভাইস প্রেসিডেন্ট |
সব চেয়ে অসাধারণ বিষিয় হল, যখন এইটি টেস্ট এর জন্য ব্যবহার করেছিল এটির রেজুলেশন ছিল 1080p, আর এইটিকে যখন লাউঞ্ছ করা হবে তখন এইটির রেজুলেশন থাকবে 4K এবং ভবিষ্যতে এটি বেড়ে 8k তে পরিণত হবে। যার কারণে খেলোয়াড নিজের স্বাচ্ছন্দ্য অনুযায়ী খেলতে পারবে।
গুগল স্টেডিয়া গেম কন্ট্রোলার |
অসাধারণ এই প্রযুক্তিটি এই বছর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ইউরোপ এ লঞ্চ করা হবে। আর এর পরবর্তীতে অন্যান্য দেশ এ ছাড়া হবে।