Featured

StoryWarehouse

লাইব্রেরিতে এক্সপেরিমেন্ট

, মার্চ ২২, ২০১৯ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z
লাইব্রেরিতে পড়তে গিয়ে একটা মেয়েকে বললাম, ‘অামি কি আপনার পাশের চেয়ারে বসতে পারি? : মেয়েটা চিৎকার করে উঠল এবং বলল, আমার সাথে রাত কাটাতে চাও? এত্ত বড় সাহস? লাইব্রেরির সবাই আমার দিকে কটমট চোখে তাকালো! আমি সাংঘাতিক লজ্জা পেলাম।

 ঘন্টাখানেক পর মেয়েটা আমার কানে কানে এসে বলল, ‘আমি সাইকোলজির স্টুডেন্ট। কীভাবে মানুষকে লজ্জা দিতে হয় সেটা খুব ভালো করে জানি? আমি চিৎকার করে উঠে বললাম, এক রাতের জন্য ১০ হাজার টাকা চাও? এটা অনেক বেশি। লাইব্রেরির সব মানুষ বিস্মিত চোখে মেয়েটার দিকে তাকাল। মেয়েটা লজ্জায় অজ্ঞান হয়ে গেল! আমি তার কানে কানে গিয়ে বললাম, আমি আইনের ছাত্র। কীভাবে বিনা অপরাধে কাউকে দোষী বানাতে হয়, সেটা আমি খুব ভালো করে জানি!
(কাল্পনিক গল্প)