Featured

Fiction

Prospect (Criticism)

, মার্চ ২৭, ২০১৯ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

দুই অভিযাত্রী বাবা আর মেয়ে একসাথে একটি এক্সপেরিমেন্টের জন্য মহাকাশে ভ্রমণ করে। কিন্তু সেখানে কিছু অপ্রত্যাশিত ঘটনার কারণে তাদের লক্ষ্যই পাল্টে যায়।




Prospect movie poster
খুঁটিনাটি- পরিচালক - জীক ইয়ার্ল, ক্রিস কাল্ডওয়েল প্রযোজক - এন্ড্রু মিয়ানো, ক্রিস ওয়েইট গল্প ও চিত্রনাট্য - জীক ইয়ার্ল, ক্রিস কাল্ডওয়েল ধরণ - সাইন্স ফিকশন, থ্রিলার অভিনয়ে - পেড্রো প্যাসকেল, সোফি থ্যাচার, জে ডুপ্লাস মিউজিক - ড্যানিয়েল কাল্ডওয়েল সিনেমাটোগ্রাফি - জীক ইয়ার্ল সম্পাদনা - পল ফ্রাঙ্ক প্রোডাকশন কোম্পানি - গানপাউডার এন্ড স্কাই পরিবেশনায় - ডাস্ট (ডিভিডি রিলিজ) মুক্তি - ৫ মার্চ, ২০১৮ রানিং টাইম - ৯৭ মিনিট দেশ - যুক্তরাষ্ট্র ভাষা - ইংরেজি
ভাল দিক- বাবা ও মেয়ের চরিত্রে অভিনেতারা খুব ভাল অভিনয় করেছেন। তাছাড়া মুভিটির কম্পিউটার গ্রাফিক্সের কাজ খুব ভাল ছিল... খারাপ দিক- মুভিটির প্রথমাংশ দারুণ গতির আভাস দিলেও দ্বিতীয়াংশে কাহিনী নীরস হয়ে যায়। কাহিনীর মোড় গুলো আরো আকর্ষণীয় হতে পারতো...
কাহিনী সারসংক্ষেপ- একজন কিশোর মেয়ে তার বাবার সাথে একটি দূরবর্তী বহিরাগত উপগ্রহে ভ্রমণ করে। তাদের লক্ষ্য থাকে সেখানে বড় কিছু করবেই। তারা নিশ্চিত করে যে ঐ উপগ্রহের বিষাক্ত জঙ্গলের খনিতে যে অনেক অধরা রত্ন আছে সেগুলো তারা সংগ্রহ করবে। কিন্তুই জনহীন স্থানে আরেক দলও বিচরণ করছিল। ফলে তাদের মধ্যকার দ্বন্দ্বের অবনতি হয়ে রূপ নেয় বেঁচে থাকার লড়াইয়ে। অন্যদিকে মেয়েটির বাবা লোভে বশবর্তী হয়ে ভুল রায় নিতে থাকে। এই জঙ্গলের নির্মম বাসিন্দাদের সাথে বিবাদে জড়িয়ে মেয়েটি বুঝতে পারে যে এখান থেকে পালাবার পথ তাকে নিজেই বের করতে হবে। শেষ পর্যন্ত কি হবে? জানতে হলে আপনাকে দেখতে হবে এই মুভিটি.
লিখেছেন - আতিক আলম, critics
(Author)