এক ব্যাক্তি মনে করে যে সে যদি তার শরীরকে বৈজ্ঞানিকভাবে সঙ্কুচিত করে ৫ ইঞ্চি উচ্চতায় পরিণত করতে পারে তাহলে তার জীবন আগের চেয়ে আরো ভাল ও জাঁকজমক হয়ে যাবে
Downsizing মুভি কাস্ট |
ভাল দিক-
অতিরিক্ত জনসংখ্যা ও বৈশ্বিক উষ্ণতা নিয়ে ব্যঙ্গধর্মী এই নতুন গল্পটি আপনার কাছে ভাল লাগবে। তাছাড়া সবার অভিনয় ভালই ছিল...
খারাপ দিক-
মুভিটির গল্পে অন্তর্নিহিত যে একটি মজার নতুন বিষয় ছিল তা বেশিক্ষণ থাকেনা। চিত্রনাট্যে কমেডির নামে অযথা ভাঁড়ামি ঢুকানোর কারণে গল্পটির মজা নষ্ট হয়ে যায়...
কাহিনী সারসংক্ষেপ-
ভবিষ্যতে অতিরিক্ত জনসংখ্যা ও বৈশ্বিক উষ্ণতার সমাধান খুঁজতে খুঁজতে ড. জর্গান নামক এক বিজ্ঞানী 'ডাউনসাইজিং' নামে এক প্রক্রিয়া আবিষ্কার করেন। এই প্রক্রিয়ায় মানুষের শরীরকে ৫ ইঞ্চি উচ্চতায় সঙ্কুচিত করা যায়। সে এবং তার স্ত্রী প্রথমে এই প্রক্রিয়াটি নিজেদের উপর পরীক্ষা করে এবং যখন দেখে এটি নিরাপদ তখন তারা এটি সবাইকে প্রদর্শন করে প্রমাণ করতে চায়। পল এবং অড্রি, এক বিবাহিত দম্পতি যারা আর্থিক সমস্যায় ভুগছিল। তারা ডেভ এবং ক্যারল নামক আরেক দম্পতির সাথে সাক্ষাৎ করে যারা ঐ বৈজ্ঞানিক প্রক্রিয়া নিজেদের মধ্যে প্রয়োগ করেছে। আবিষ্কারকরা সমর্থন করে যে এই প্রক্রিয়াটি পরিবেশগতভাবে অনুকূল কারণ এটি অপব্যয় হ্রাস করে। অন্যদিকে ডেভ বলে এর উপকারিতা আরোও বিস্তৃত। ঘটনাক্রমে যখন পল দেখে যে এই নতুন জীবনের অস্তিত্বে সে খুবই নতুন তখন তাকে এই স্বীদ্ধান্ত অবশ্যই নিতে হবে যে সে কি এই নতুন জীবনটাকে তার আশ্রয় হিসেবে বেছে নিবে নাকি তার এই ছোট উচ্চতাকে কাজে লাগিয়ে আসল জীবনে কোনো পরিবর্তন নিয়ে আসবে। বাকিটা জানতে হলে আপনি দেখতে পারেন এই মুভিটি...
লিখেছে - আতিক আলম