Featured

Warehouse

অপেক্ষারত আমি, "শূন্যে হাটি শূণ্যে ভাসি"

, এপ্রিল ১০, ২০১৯ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z
আমি শূন্যে হাঁটি শূণ্যে ভাসি ।

অপেক্ষারত আমি

টাইম কিপিং মেশিন নামে একটি যন্ত্রের ধারনা শুনেছিলাম, যদিও তা সম্ভব না । তবে তা সম্ভব হলে অনেক ঘড়ির কাঁটার ঘূর্ণি জমিয়ে রাখা যেতো ।
একবার এক উন্মাদ বাঙালী  আংকেল ডজন খানেক হিসেব নিকেশ দেখিয়েছিলো আমায় । স্পেশালি বাঙ্গালী বললাম কারন, খুব কম সংখ্যক বাঙ্গালী এভাবে ভেবে থাকেন ।
তার হিসবে তিনি যবর দস্তি প্রমাণ করতে চেয়েছিলেন সময় জমা করা যায় ।
তবে তা আমাদের সাপেক্ষে না । হিসেবগুলো এ সব হকিং-টকিং এর সামনে উপস্থাপণ করলে মনে হয় উনি কুপকাত হয়ে যেতেন । ক্যালকুলেশগুলো আমি আপনাদের কাছে উপস্থাপন করতে ইচ্ছুক ।
কিন্তু আমি হিসেব নিকেশের দিকে যাবো না । জেমি আবার বুন্সহেড মানুষ ।
মাথা মোটা । নিজে বুঝি না আবার আপনাদের সামনে কি উপস্থাপন করবো । ঘড়ির সাথে যে সময়ের কোনো সম্পর্ক নাই তা বুঝতে জন্মের পর আমার ১৬ বছর লেগেছিলো ।
যায়হোক, আংকেলের ন্যায় ১+১+১=৩ আমি বুঝি না । আমি যা বুঝেছিলাম তা হলো, যদি সময়কে জমা করে রাখা যেতো তবে এতোদিনে নিজেকে সময়পতি বলতে পারতাম । ফেরী করে সময় বেচতাম ।
সময়ের ফেরীওয়ালা ।
এক কাজ করা যায়, সময়ের নিচে থ্রাস্ট লাগানো যেতে পারে । তারপর, তা পাঠিয়ে দেওয়া যেতে পারে স্পেসে । শুনেছি সেখানে সব কিছু থাকলেও নাকি কিছু নেই ।
ফাঁকা জায়গা ।
এতো কথা বলার একটায় কারণ...কারন, অনেকে ইনভাইট দিয়ে অথবা কারনে-অকারনে ডেকে এভাবে আমাদের বসিয়ে রাখে ।
বিশেষ করে, বন্ধুবান্ধব ।
অতএব, এ ক্ষেত্রে আমাদের বুঝা উচিত সময় জমানো সম্ভব না । দাওয়াত দিয়ে বসিয়ে না রাখার অনুরোধ রইলো ।
আরেকটা কথা , "আমি শূন্যে হাঁটি, শূন্যে ভাসি" -  উক্তিটির যথার্থতা এখনো পেলাম না । পেলে জানানো হবে ।
Shahenul Jeme'র ফেসবুক প্রোফাইল থেকে ...