আমি জ্যোতিবিজ্ঞান প্রেমী মানুষ প্রতিরাতে একবার আকাশ পর্যবেক্ষণ না করলে ঘুম আসেনা। তাই আমি টেলিস্কোপ নিয়ে রওনা হলাম আমাদের বাড়ি পাশের ১টা খালি স্থানে কারণ ঐ স্থান থেকে আকাশ সবচেয়ে ভাল দেখা যায়।
তখন রাত প্রায় ২টা বাজে, কিন্তু আমি আমার মোবাইলটা নিয়ে আসি নায়। যেহেতু চাঁদনী রাত ছিল তাই আমার গন্তব্য পৌঁছতে কোনো সমস্যা হল না, প্রায় ৫ মিনিট পর আমি সেই স্থানে পৌঁছলাম। সাধারণত যখন আমি আকাশ পর্যবেক্ষন করতে যেতাম তখন আমার ১জন বন্ধু আমার সাথে থাকত। কিন্তু আজ যেহেতু গভীর রাত তাই তাকে আর ডাকিনি। আমি যখন টেলিস্কোপ স্থাপন করলাম তখন দেখলাম ১জন মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দেখছিল আমি ভয় পেয়ে গেলাম এত রাতে কোনো মেয়ে একাএকা তারা দেখতেছে। তাই আমি তাকে কিছু না বলে আমি আমার কাজ করতে লাগলাম আমি টেলিস্কোপের সাহায্যে শনি গ্রহের বলই এবং শনির চাঁদ টাইটান দেখতে লাগলাম। মেয়ে টি ও তারা দেখতে লাগল। তখন আমি সেই মেয়ে কে জিঙ্গেস করলাম এত রাতে আপনি একা একা তারা দেখতেছেন? তখন তিনি বল্লেন আমি তারা প্রেমি, তাই তারা দেখছিলাম আর কি। তখন হঠাৎ ১টি U F O (Unidentified flying Object) দেখলাম ফলে আমরা দুজন ভয় পেয়ে গেলাম, এবং ঐ যান টি ঐ স্থানে লেন্ড করল। তখন আমি বুঝতে পারলাম এটি নিশ্চয়ই কোনো ভিনগ্রহী প্রাণী দের মহাকাশ যান এবং ঐ যানের গতি আমাদের মহাকাশযানের তুলনায় অনেক বেশি। তাই আমি মুটামুটি নিশ্চিত হলাম যে এটা কোনো বুদ্ধিমান প্রাণিদের দ্বারা তৈরি , যারা হয়ত টাইপ ২ সভ্যতায় পৌঁছে গেছে কিন্তু আমরা এখনো টাইপ ১ সভ্যতায় পৌঁছাতে পারিনি। হয়ত তারা আমাদের ( মানুষের) উপর কোনো গবেষণা করতে যাচ্ছে। এমন সময় তাদের টিমের কয়েকজন যান থেকে বেরিয়ে আসে, তারা দেখতে ঠিক আমাদের মত ছিল না । তারা কি যেন বলছিল...... (চলবে)
লিখেছে - নাজমুল হাসান
তখন রাত প্রায় ২টা বাজে, কিন্তু আমি আমার মোবাইলটা নিয়ে আসি নায়। যেহেতু চাঁদনী রাত ছিল তাই আমার গন্তব্য পৌঁছতে কোনো সমস্যা হল না, প্রায় ৫ মিনিট পর আমি সেই স্থানে পৌঁছলাম। সাধারণত যখন আমি আকাশ পর্যবেক্ষন করতে যেতাম তখন আমার ১জন বন্ধু আমার সাথে থাকত। কিন্তু আজ যেহেতু গভীর রাত তাই তাকে আর ডাকিনি। আমি যখন টেলিস্কোপ স্থাপন করলাম তখন দেখলাম ১জন মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দেখছিল আমি ভয় পেয়ে গেলাম এত রাতে কোনো মেয়ে একাএকা তারা দেখতেছে। তাই আমি তাকে কিছু না বলে আমি আমার কাজ করতে লাগলাম আমি টেলিস্কোপের সাহায্যে শনি গ্রহের বলই এবং শনির চাঁদ টাইটান দেখতে লাগলাম। মেয়ে টি ও তারা দেখতে লাগল। তখন আমি সেই মেয়ে কে জিঙ্গেস করলাম এত রাতে আপনি একা একা তারা দেখতেছেন? তখন তিনি বল্লেন আমি তারা প্রেমি, তাই তারা দেখছিলাম আর কি। তখন হঠাৎ ১টি U F O (Unidentified flying Object) দেখলাম ফলে আমরা দুজন ভয় পেয়ে গেলাম, এবং ঐ যান টি ঐ স্থানে লেন্ড করল। তখন আমি বুঝতে পারলাম এটি নিশ্চয়ই কোনো ভিনগ্রহী প্রাণী দের মহাকাশ যান এবং ঐ যানের গতি আমাদের মহাকাশযানের তুলনায় অনেক বেশি। তাই আমি মুটামুটি নিশ্চিত হলাম যে এটা কোনো বুদ্ধিমান প্রাণিদের দ্বারা তৈরি , যারা হয়ত টাইপ ২ সভ্যতায় পৌঁছে গেছে কিন্তু আমরা এখনো টাইপ ১ সভ্যতায় পৌঁছাতে পারিনি। হয়ত তারা আমাদের ( মানুষের) উপর কোনো গবেষণা করতে যাচ্ছে। এমন সময় তাদের টিমের কয়েকজন যান থেকে বেরিয়ে আসে, তারা দেখতে ঠিক আমাদের মত ছিল না । তারা কি যেন বলছিল...... (চলবে)
লিখেছে - নাজমুল হাসান