সিনেমায় দেখানো কাল্পনিক এলিয়েন চিত্র |
ফার্মি হয়ালি হল সে সকল সম্ভবতা ও প্রমানের অভাবের মধ্যকার দন্দ্বের ফলাফল এর পূর্ণসংজ্ঞ এভাবে দেওয়া যেতে পারে ;
" মহাবিশ্বের আকার এবং বৈশিষ্ট্যে র নির্দেশ করে বহু সংখ্যক উন্নত বহিজাগতিক প্রাণের সম্ভবনা উপস্থিত,
কিন্তু এই ধারণা অযুক্তিযুক্ত প্রতীয়মান হয়, কারণ পর্যবেক্ষণ গত ফলাফল তা সমর্থন করে না, " হেঁয়ালির ১ম বিষয়টি হল ;- আকারের যুক্তি, যার সাথে কিনা বিশাল সব সংখ্যা জড়িত। আকাশগঙ্গা ছায়াপথে "২৫৯ বিলিয়ন" এবং দৃশ্যমান মহাবিশ্বে "৭০ সেক্সটিলিয়ণ" তারকা আছে। যদি এসব তারার চার পাশে ঘূর্ণায়মান গ্রহ সমূহের অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশে ও যদি প্রাণের অস্তিত্ব থাকে। তবে আকাশগঙ্গা ছায়াপথে বিপুল সংখ্যক সভ্যতা থাকার সম্ভবনা রয়েছে। এই যুক্তিতে ধরে নেওয়া হয়েছে পৃথিবী কোনো বিশেষ গ্রহ নয় এবং এটি অন্যসব গ্রহের মত সাধারণ।
কাল্পনিক এলিয়েন চিত্র |
- মহাজাগতিক প্রাণী (পর্ব -১)
লেখক - নাজমুল হাসান