Featured

Fiction

Her (2013) [Criticism]

, মে ০৩, ২০১৯ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z
নিকট ভবিষ্যতে একজন একাকী লেখক তার একটি অগ্রসর অপারেটিং সিস্টেম এর সাথে অনুপযোগী সম্পর্কে জড়িয়ে পড়ে যেটি তৈরি করা হয়েছিল তার সব প্রয়োজন সাধন করার জন্য
"Her" অফিশিয়াল মুভি পোস্টার
খুঁটিনাটি-
সিনেমা দৃশ্য
পরিচালক - স্পাইক জোনয প্রযোজক - মেগান এলিসন, স্পাইক জোনয গল্প ও চিত্রনাট্য - স্পাইক জোনয ধরণ - সাইন্স ফিকশন, রোমান্টিক, ড্রামা অভিনয়ে - জোকিন ফিনিক্স, এমি এডামস, রুনী মারা মিউজিক - আর্কেইড ফায়ার
সিনেমাটোগ্রাফি - হয়েট ভ্যান হয়েটমা সম্পাদনা - এরিক জুমব্রুনেন
প্রোডাকশন কোম্পানি - আন্নাপূর্ণা পিকচার্স পরিবেশনায় - ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স মুক্তি - ১৮ ডিসেম্বর, ২০১৩ রানিং টাইম - ১২৬ মিনিট দেশ - যুক্তরাষ্ট্র ভাষা - ইংরেজি বাজেট - $২৩ মিলিয়ন বক্স অফিস - $৪৯ মিলিয়ন
সিনেমা দৃশ্য
ভাল দিক-
বৈজ্ঞানিক কল্পকাহিনীর সাথে রোমান্টিক চিত্রনাট্য মুভিটিকে খুব উপভোগ্য করে তুলেছে। অপারেটিং সিস্টেমস অনুভূতির সংস্পর্শে এলে কি হতে পারে তা মুভিটিতে দেখানো হয়েছে। এই ভিন্নধর্মী গল্প আপনার মোটেও খারাপ লাগবেনা ...
খারাপ দিক- মূল চরিত্রে জোকিন ফিনিক্সের অভিনয় আরো ভাল হওয়া দরকার ছিল। তাছাড়া তার চরিত্রটি কেমন যেন খাপছাড়া ও কিছু কিছু জায়গায় বিরক্তিকর লেগেছে...
কাহিনী সারসংক্ষেপ -
সিনেমা দৃশ্য
থিওডর একজন সূক্ষ্ম লেখক যে সম্প্রতি বিবাহবিচ্ছেদ করেছে। সে একদম একাকী হয়ে যায় এবং একটি কৃত্রিম বুদ্ধিমত্তা অপারেটিং সিস্টেম কিনতে যায় যা অনেক এডভান্সড রোবট হিসেবে বাজারে প্রচার করা হয়। এটির কাজ হচ্ছে দৈনন্দিন সব কাজ সমাধান করা। এই রোবটের নাম রাখা হয় সামান্থা। সামান্থা কিন্তু এটির সমসাময়িক অন্য অপারেটিং সিস্টেম থেকে অনেক এগিয়ে। সে থিওডরের দৈনন্দিন সব কাজ শেষ করার পাশাপাশি তার বন্ধুও হয়ে যায়। তারা একসাথে অনেক অভিযানে যায় এবং বিভিন্ন জায়গা ভ্রমণ করে। থিওডর সামান্থার হাত ধরে পৃথিবীটাকে নতুন করে ভাবতে শুরু করে।
মূল চরিত্রের সিনেমা দৃশ্য

সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু আস্তে আস্তে তাদের এই অন্তরঙ্গ সম্পর্কটি ভালবাসায় রূপ নেয়। মানুষ এবং রোবটের মধ্যে একটি অভূতপূর্ব সম্পর্কের সৃষ্টি হয়। সবকিছু ঝামেলাপূর্ণ হয়ে যায় যখন থিওডর দোটানা অবস্থার সম্মুখীন হয়। তাছাড়া সামান্থাও কোনোরকম শারীরিক স্বস্তি দিতে অক্ষম।
থিওডর তখন সামান্থার চেতনা শক্তি পরিবর্তন করার জন্য চেষ্টা করে। এর ফলে সামান্থার পরিণাম কি হবে? অন্যদিকে থিওডর বন্ধুত্ব ও ভালোবাসার মধ্যে কোন সম্পর্কটি বেছে নিবে? জানতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে মাস্টারপিস এই মুভিটি...

লেখক - আতিক আলম , সাইন্স ফিকশন মুভি ক্রিটিক্স
DMCA.com Protection Status