হোমার হিকাম, একজন কয়লা খনির শ্রমিকের ছেলে যে মহাকাশে প্রথম স্পুটনিক প্রেরণ করা থেকে অনুপ্রাণিত হয়ে রকেটবিদ্যাকে নিজের জীবনের লক্ষ্য হিসেবে নেয়
![]() |
সিনেমা পোস্টার |
খুঁটিনাটি-
পরিচালক - জো জোন্সটন
প্রযোজক - চার্লস গর্ডন, ল্যারি জে ফ্রাঙ্কো
চিত্রনাট্য - লুইস কলিক
গল্প - হোমার হিকাম (অটোবায়োগ্রাফি)
ধরণ - জীবনীবিষয়ক, ইনোভেশান
অভিনয়ে - জ্যাক গিলেনহাল, ক্রিস কুপার, ক্রিস ওয়েন, লরা ডার্ন
মিউজিক - মার্ক ইশাম
সিনেমাটোগ্রাফি - ফ্রেড মারফি
সম্পাদনা - রবার্ট ডালভা
প্রোডাকশন কোম্পানি - ইউনিভার্সাল স্টুডিওস
পরিবেশনায় - ইউনিভার্সাল পিকচার্স
মুক্তি - ১৯ ফেব্রুয়ারি, ১৯৯৯
রানিং টাইম - ১০৭ মিনিট
দেশ - যুক্তরাষ্ট্র
ভাষা - ইংরেজি
বাজেট - $২৫ মিলিয়ন
বক্স অফিস - $৩৫ মিলিয়ন
![]() |
মুভি কাস্ট |
কাহিনী সারসংক্ষেপ- ১৯৫০ সালে খনির শহর কোলউডে হোমার হিকাম নামক এক শিশু বাস করতো। সে বড় হয়ে তার বাবার মত স্থানীয় কয়লা খনিতে কাজ করবে এভাবেই তার ভবিষ্যৎ ঠিক হয়ে যায়। কিন্তু ১৯৫৭ সালের অক্টোবরে সবকিছু পরিবর্তন হয়ে যায় যখন প্রথম কৃত্রিম স্যাটেলাইট স্পুটনিক কক্ষপথে প্রেরণ করা হয়। এই ঘটনা থেকে হোমার রকেট কিভাবে তৈরি করতে হয় তা শেখার জন্য অনুপ্রাণিত হয়। তার বন্ধু এবং স্থানীয় কিছু লোকজনের সহায়তায় সে রকেট তৈরি করতে বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করে যার অধিকাংশ ভুল প্রমাণিত হয়। দুর্ভাগ্যবশত সেই শহরের বেশিরভাগ মানুষ এমন কি তার বাবাও মনে করে তারা অহেতুক তাদের সময় নষ্ট করছে।
![]() |
সিনেমা দৃশ্য |
শুধুমাত্র তাদের উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক তাদের এই প্রচেষ্টার গভীরতা বুঝতে পারে। শিক্ষকটি তাদেরকে জাতীয় বিজ্ঞান মেলা নামক একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার উপদেশ দেয়। এই প্রতিযোগিতার পুরষ্কার হিসেবে থাকে কলেজ স্কলারশিপ। এখন হোমার ও তার দলকে অবশ্যই তাদের প্রচেষ্টায় নৈপুণ্যতা দেখাতে হবে এবং তারা রকেট তৈরি করার আগে যেসব সমস্যার সম্মুখীন হয়েছিল সেগুলো তাদেরকে অবশ্যই দমন করতে হবে। তারা কি পারবে? জানতে হলে আপনি দেখতে পারেন এই মুভিটি...
সমালোচক - আতিক আলম