বিংশ শতাব্দীর পর সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ফেইসবুকের আবিষ্কার তথ্যপ্রযুক্তির দুনিয়ায় এক অভূতপূর্ব বিপ্লব সৃষ্টি করে
মুভি পোস্টার |
খুঁটিনাটি-
পরিচালক - ডেভিড ফিঞ্চারপ্রযোজক - স্কট রুডিন, ডানা ব্রুনেটি
গল্প - বেন মেজরিচ
চিত্রনাট্য - এরন সরকিন
ধরণ - বায়োগ্রাফিকাল, ইনভেনশান
অভিনয়ে - জেসে এইজেনবার্গ, এন্ড্রু গারফিল্ড, জাস্টিন টিম্বারলেক, আর্মি হ্যামার
মিউজিক - ট্রেন্ট রেজনর, এটিকাস রস
সিনেমাটোগ্রাফি - জেফ ক্রোনেনওয়েথ
সম্পাদনা - এংগাস ওয়াল, কার্ক ব্যাক্সটার
সিনেমা দৃশ্য |
প্রোডাকশন কোম্পানি - রিলেটিভিটি মিডিয়া
পরিবেশনায় - কলম্বিয়া পিকচার্স
মুক্তি - ১ অক্টোবর, ২০১০
রানিং টাইম - ১২০ মিনিট
দেশ - যুক্তরাষ্ট্র
ভাষা - ইংরেজি
বাজেট - $৪০ মিলিয়ন
বক্স অফিস - $২২৫ মিলিয়ন
ভাল দিক- সত্যি ঘটনা অবলম্বনে কাহিনীর অসাধারণ উপস্থাপনা...
খারাপ দিক- নেই...
সিনেমা দৃশ্য |
কাহিনী সারসংক্ষেপ-
২০০৩ সালের কোনো এক মধ্যরাতের কথা, হাভার্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতকার্থী এবং কম্পিউটার প্রোগ্রামিং জিনিয়াস মার্ক জাকারবার্গ অন্যান্য দিনের মত তার কম্পিউটারে মগ্ন ছিল।
সে আসলে এক নতুন ভাবনা নিয়ে উদ্দামের সহিত কাজ করছিল। তার এই ব্লগিং ও প্রোগ্রামিং নিয়ে উন্মত্ততার কারণে সে তার ঘরে বসেই যে প্রযুক্তি আবিষ্কার করে পরবর্তীকালে তা হয়ে উঠে বিশ্বব্যাপী বিখ্যাত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এটি যোগাযোগের ক্ষেত্রে একটি যুগান্তকারী সংযোজন হয়ে উঠে।
সিনেমা দৃশ্য |
এটিই সেই ফেইসবুক যার সম্বন্ধে আমরা প্রায় সবাই জানি। এরপর মাত্র ৬ বছরের মাথায় প্রায় ৫০০ মিলিয়ন ক্লায়েন্ট নিয়ে মার্ক জাকারবার্গ হয়ে উঠে ইতিহাসের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার। কিন্তু তার এই উদ্যোগ এবং সফলতা তার আইনগত ও ব্যক্তিগত জীবনে জটিলতার সৃষ্টি করে। তার দুইজন সহকর্মী তার বিরুদ্ধে আদালতে অভিযুক্ত করে। তারা দাবি করে যে মার্ক তাদের ভাবনা চুরি করেছে। এরপর কি হয়? জানতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে মাস্টারপিস এই মুভিটি...
ক্রিটিসাইজড বাই - আতিক আলম...