Featured

Admission

চুয়েট এর ২০১৯-২০ সেশনের আন্ডারগ্র‍্যাজুয়েট ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত

, আগস্ট ০৯, ২০১৯ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z
চুয়েট প্রবেশ গেইট

প্রকাশিত হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ২০১৯-২০ সেশনের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার সার্কুলার ।

সার্কুলার অনুযায়ী নানান তথ্য এখানে দেওয়া হলো-

আবেদনের যোগ্যতা-
১) উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজীতে ন্যুনতম ১৭.৫ জিপিএ থাকলে আবেদন করা যাবে
২) ১০,০০০ জনকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে...


দু'টো নতুন ডিপার্টমেন্টে এবছর থেকে ভর্তি প্রক্রিয়া চলবে। বিভাগগুলো হচ্ছেঃ বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ও মেটারিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ।
>>>অন-লাইন আবেদন শুরু ২৫ আগস্ট ২০১৯<<<
>>>অন-লাইন আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০১৯ বিকালঃ ৪ঃ৩০ মি<<<
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে - আগামী ১২ অক্টোবর, শনিবার ।

চুয়েটের অফিসিয়াল ওয়েবসাইট-  https://www.cuet.ac.bd/