জাপানে পিএইচডি করা বাংলাদেশি নাগরিক আরিফ হোসেন সুদূর প্রাচ্যের দেশের শ্রেষ্ঠ তরুণ বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেয়েছেন ।
Japanese Society for Inherited Metabolic Diseases (JSIMD) বৃহস্পতিবার সেরা তরুণ বিজ্ঞানী পুরস্কার দিয়ে আরিফকে পুরস্কৃত করেছেন ।
Japanese Society for Inherited Metabolic Diseases (JSIMD) এর ৬১ বছরের ইতিহাসে তিনিই প্রথম অ-জাপানি, যিনি এই পুরস্কার গ্রহণ করেন ।
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাতিপাড়ায় জন্মগ্রহণ করা আরিফ তার এগারো ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট ।
রাজধানীর মিরপুর এলাকার সরকারি বাংলা কলেজ থেকে এইচএসসি শেষ করে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং একই প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর করেন ।
এরপর পিএইচডি করার জন্য তিনি জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ে যান । বর্তমানে তিনি জাপানে নিউরোমেটাবলিক ডিজিজের সিনিয়র গবেষক হিসেবে কাজ করছেন ।