Featured

NewsTechnology

উন্মুক্ত হতে যাচ্ছে ডটনিউ (.NEW) ডোমেইন

, অক্টোবর ৩১, ২০১৯ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

আগামী ২ ডিসেম্বর থেকে ডট নিউ (.NEW) ডোমেইন নিবন্ধনের জন্য উন্মুক্ত করবে গুগল। এটি এইচটিটিপিএসে নিরাপদে চলবে। গত বছরে গুগল তাদের পণ্যের জন্য ডট নিউ ডোমেইন ব্যবহার শুরু করে। এবার তারা এটি সবার জন্য উন্মুক্ত করে যাচ্ছে।

গত কিছুদিন আগে, গুগল তাদের জিস্যুইট অ্যাপে ১০টি ডট নিউ (.NEW) ডোমেইন উন্মুক্ত করেছে। এর মধ্যে রয়েছে ডকস ডটনিউ, স্লাইডস ডটনিউ, শিটস ডটনিউ, সাইটস ডটনিউ প্রভৃতি।
গুগল বলেছে, ডটনিউ ব্যবহার করে কোনো কাজের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া যাবে। অনলাইনে মানুষ যেগুলো দ্রুত সম্পন্ন করে, সেসব ক্ষেত্রে ডটনিউ শর্টকাট ব্যবহার দেখা যাবে।
২০২০ সালের ১৪ জানুয়ারির পর থেকে ট্রেডমার্কধারীরা তাদের পণ্যের জন্য ডটনিউ ডোমেইন ব্যবহার করতে পারবেন। ২ ডিসেম্বর থেকে সীমিত নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে যে কেউ এ ডোমেইনের জন্য আবেদন করতে পারবেন।

বর্তমানে ইন্টারনেটে ৩৫ কোটির মতো ডোমেইন রয়েছে, যার মধ্যে সব চেয়ে বহুল ব্যবহৃত ডোমেইন হলো ডটকম (.COM) এবং ডটনেট (.NET)।