১। আবেদন কবে থেকে শুরু? কবে শেষ হবে?
- ১২ সেপ্টেম্বর ২০১৯ থেকে শুরু, শেষ ৬ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত
২। ভর্তি পরীক্ষা কবে?
-২৬অক্টোবর শনিবার। এ ইউনিট সকাল ৯.৩০ টা থেকে এবং বি ইউনিট বিকাল ২.৩০টা থেকে
[SUST ভর্তি পরীক্ষায় ৩০ পর্বের সাজেশন পেতে আমাদের পেজে লাইক দিয়ে রাখতে পারো (পেইজ লিঙ্কঃ https://www.facebook.com/sustguide/)। ভার্টেক্স বই সংগ্রহের জন্য আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো।]
৩। কোন ইউনিটে আসন সংখ্যা কত ?
- এ ইউনিটে ৬১৩টি যার মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য ২২০, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৩১০ এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৮৩টি আসন বরাদ্দ থাকবে।
বি ইউনিট শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য।মোট আসন সংখ্যা ৯৬০টি। যারা আর্কিটেকচারে ভর্তি পরীক্ষা দিতে চায় তারা বি ২ ইউনিটে আবেদন করতে হবে। আর্কিটেকচারে আসন সংখ্যা ৩০টি।
৪। ভর্তি যোগ্যতা কী?
A unit : এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যুনতম ৩.০ সহ মোট ৬.৫ থাকতে হবে
B unit: এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যুনতম ৩.৫ সহ মোট ৭.০০ থাকতে হবে
উল্লেখ্যঃ শুধু বিজ্ঞান শাখার ছাত্র ছাত্রীরা A এবং B ইউনিটে পরীক্ষা দিতে পারবে। অন্যরা শুধু A ইউনিটে দিতে পারবে
৫। বিষয়গত যোগ্যতা কীরকম ? পছন্দের সাবজেক্ট পাওয়ার জন্য কী গ্রেড এ কোনো বিশেষ শর্ত থাকে?
- হ্যা থাকে।
নির্দিষ্ট বিভাগে ভর্তি হতে পরীক্ষার্থীকে নির্দিষ্ট বিষয়ে এইচএসসিতে ন্যুনতম ৩.৫ পেতে হবে। যেমনঃ
CSE, IPE, Physics, EEE, MEE, Architecture, Software Engineering এর জন্য পদার্থ ও গণিতে ৩.৫। এরূপ নিম্নে দেয়া হলোঃ
Civil and Environmental Engineering, Petroleum and Mining Engineering, Oceanography- পদার্থ, রসায়ন, গণিত
Chemistry, Chemical Engineering and Polymer Science - রসায়ন,গণিত
Genetic Engineering and Biotechnology, Biochemistry and Molecular Biology - রসায়ন, জীববিজ্ঞান, গণিত
Math, Statistics - গণিত
GEE, Food Engineering and Technology- জীববিজ্ঞান এবং গণিত
৬। ভর্তি পরীক্ষার মানবন্টন কীরুপ?
A Unit:
বিজ্ঞান শাখাঃ বাংলা ১০ ; ইংরেজি ২০ ; পদার্থ ১০ ; রসায়ন ১০ ; গণিত/জীববিজ্ঞান ১০ ; বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রসঙ্গ ১০
মানবিক শাখাঃ বাংলা ১০ ; ইংরেজি ২০ অর্থনীতি,পৌরনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, ইতিহাস এবং ইসলামের ইতিহাস সম্পর্কিত প্রশ্নাবলি, বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রসঙ্গ ৩০ ; মাধ্যমিক পর্যায়ের সাধারণ গণিত ১০
বাণিজ্য শাখাঃ বাংলা ১০ ; ইংরেজি ২০ ; হিসাববিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ ৩০ ; মাধ্যমিক পর্যায়ের সাধারণ গণিত ১০
B unit
B1: পদার্থ ২০, রসায়ন ২০, গণিত ২০, ইংরেজি ১০
B2: পদার্থ ২০, রসায়ন ২০, গণিত ২০, ইংরেজি ১০ এবং স্থাপত্য বিষয়ক সাধারণ জ্ঞান ৩০
৭। ভর্তি পরীক্ষায় সময় কতক্ষণ?
A unit: ১ ঘন্টা ৩০ মিনিট
B1 unit: ১ ঘন্টা ৩০ মিনিট
B2 unit: ১ ঘন্টা ৩০ মিনিট+ ১ ঘন্টা(যারা আর্কিটেকচারে দিবে) = ২ ঘন্টা ৩০ মিনিট
আবেদন ফিঃ
A Unit: 850 Taka
B1 Unit: 850 Taka
B2 Unit: 950 Taka
৮। ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কি না?
-হ্যা যাবে
৯। ভর্তি পরীক্ষার প্রশ্ন কীরুপ হবে?
-নৈর্ব্যত্তিক, বাংলা মাধ্যমে
১০। আলাদা কোনো রাফ শিট দেওয়া হবে কিনা?
-হ্যা। ভর্তি পরীক্ষায় সমস্যা সমাধানের জন্য আলাদা রাফ শিট দেওয়া হবে।
১০। সেকেন্ড টাইমার ভর্তি পরীক্ষা দিতে পারবে কিনা?
-হ্যা পারবে
১১। ফাইনাল মেরিট পজিশন কীভাবে হিসাব করা হবে?
-মোট ৭০% নম্বর আসবে ভর্তি পরীক্ষা থেকে এবং অবশিষ্ট ৩০% নম্বর আসবে এস এস সি ও এইচ এস সি পরীক্ষার ফলাফল থেকে। এস এস সি বা সমমানের এবং এইচ এস সি বা সমমানের পরীক্ষার ফলাফল থেকে নম্বর প্রস্তুত করার জন্য এস এস সি বা সমমানের পরীক্ষার গ্রেডকে ২দিয়ে এবং এইচ এস সি ও সমমানের পরীক্ষার ফলাফলের গ্রেডকে ৪দিয়ে গুণ করে যোগ করা হবে। সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে যথাক্রমে ১.৮দিয়ে এবং ৩.৬ দিয়ে গুণ করা হবে।
১২। ভুল উত্তর দাগালে নম্বর কাটা যাবে কিনা?
-হ্যা যাবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২০করে নম্বর কাটা যাবে।