Featured

NewsPhysicsSubject

Bangladesh Olympiad on Astronomy & Astrophysics 2020

, নভেম্বর ০৪, ২০১৯ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

International Olympiad on Astronomy & Astrophysics (IOAA) প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ টিম বাছাইয়ের লক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতা Bangladesh Olympiad on Astronomy & Astrophysics (BDOAA)। ২০২০ সালে কলম্বিয়ার বোগোটায় অনুষ্ঠিতব্য IOAA এর জন্য বাংলাদেশ টিম গঠনের লক্ষ্যে আয়োজিত হচ্ছে Bangladesh Olympiad on Astronomy & Astrophysics – 2020।

৬ ডিসেম্বর, ২০১৯ থেকে ২৬ ডিসেম্বর বাংলাদেশকে ১০টি অঞ্চলে ভাগ করে আয়োজিত হবে আঞ্চলিক পর্ব। সারাদেশ থেকে ২০০ জন শিক্ষার্থীকে নিয়ে ১০ জানুয়ারী, ২০২০ আয়োজিত হবে জাতীয় পর্ব। জাতীয় পর্বে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে যোগ্যতার ভিত্তিতে আয়োজিত হবে ক্যাম্প এপ্রিলের মাঝামাঝি । সেখান থেকে চূড়ান্ত বাছাইয়ে ৫ জন প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের।

রেজিস্ট্রেশন ফিঃ ১০০ টাকা

রেজিষ্ট্রেশন লিংক : Registration Here

BDOAA 2020 সম্পর্কে কিছু তথ্য-

▪️১৪তম আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের বাংলাদেশ দল বাছাই এর কাজ করবে BDOAA 2020
▪️ এবারে প্রথমবারের মত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আলাদা জুনিয়র গ্রুপ করা হয়েছে ।
▪️ জুনিয়র গ্রুপ এর প্রশ্ন হবে বাকি গ্রুপের চেয়ে আলাদা ।
▪️ অলিম্পিয়াড সম্পর্কে আরো জানতে - https://bdoaa.org/bdoaa/faqs/
▪️ অলিম্পিয়াড প্রস্তুতি সম্পর্কে জানতে - https://bdoaa.org/preparation/
▪️ পূর্ববর্তী বছর গুলোর প্রশ্ন - https://bdoaa.org/past-questions/

শীঘ্রয় আঞ্চলিক প্রতিযোগিতার সময়/ তারিখ/ ভেন্যু এবং যোগাযোগ সম্পর্কে বিস্তারিত জানানো হবে । এ বছরের আয়োজন হবে ব্যাপকভাবে । বিস্তারিত সকল আপডেট পেতে চোখ রাখুন BDOAA এর অফিসিয়াল ফেসবুক পেজে ( https://www.facebook.com/BD.Astronomy.Olympiad/) এবং থাকুন বিজ্ঞানবিডি  (Bigganbd.com) এর সাথে ।