ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের আবেদনের আজকেই শেষ দিন।প্রযুক্তি ইউনিটের ২০১৯-২০ সেশনের ভর্তি পরিক্ষার জন্য অনলাইনে আবেদন চলছে।
দেশের সকল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা শেষ হওয়াতে যারা হতাশায় পড়ে গেছো তাদের জন্য রয়েছে প্রযুক্তি ইউনিট।সকল হতাশা ঝেড়ে ফেলে নিজেকে প্রমান করার আরেকটা সুযোগ সামনে তোমাদের জন্য অপেক্ষা করছে।ঢাবি প্রযুক্তি ইউনিটের পরীক্ষা আরো একটি সুযোগ নিজেকে একজন দক্ষ, উপযুক্ত প্রকৌশলী হিসেবে গড়ে তোলা।
- আবেদনের শেষ তারিখ-৫ নভেম্বর
- টাকা জমার শেষ সময়-৬ নভেম্বর (দুপুর-২ ঘটিকা)
- ভর্তি পরিক্ষা-২৯ নভেম্বর,২০১৯ (সকাল ১০ ঘটিকা)
- স্কোরঃ এসএসসি*৬ এবং এইচএসসি*১০
ভর্তি পরীক্ষা হবে ২০০ নম্বরের।এর মধ্যে ১২০ মার্কের এমসিকিউ থাকবে আর ৮০ নম্বর এসএসসি ও এইচএসসি জিপিএ এর উপর।
- পরীক্ষার মানবন্টনঃ
পর্দাথ-৩৫
রসায়ন-৩৫
গণিত-৩৫
ইংরেজি-১৫
- নেগেটিভ মার্কিং নেই।
- সেকেন্ড টাইম নেই।
বিস্তারিত নিম্নের পিডিএফ ফাইলে আছে।
ড্রাইভ লিংক: ড্রাইভ লিংকে প্রবেশের জন্য এখানে ক্লিক করুন
অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুনঃ https://admission.eis.du.ac.bd/