রুশ কৃষি মন্ত্রণালয় মস্কোতে বড় একটি খামারে একটি নতুন পাইলট প্রকল্প শুরু করেছে। যেখানে গাই গরুর চোখে ভার্চুয়াল রিয়ালিটি (VR) হেডসেট পরিয়ে দুধ দোয়ানো হয়।
চোখে ওই বিশেষ ধরনের চশমা লাগিয়ে দিলে গাভীটি তাতে দৃশ্যমাণ মনোরোম পরিবেশের মধ্যে ডুবে যায়। ভিআর গ্লাস ভেসে ওঠে সবুজ কচি ঘাসে ভরপুর খালি মাঠ। শান্ত পরিবেশ। এমন কচি ঘাস দেখলে যে কোনো গরুর জিভে পানি না এসে পারে না!
ভার্চুয়াল রিয়ালিটিতে এমনভাবে মজে যায় গাভী যে, মনে হবে সে ওই কচি ঘাসযুক্ত মাঠেই আছে! মনোরম পরিবেশে একা আস্ত মাঠের ঘাস নিয়ে যখন আকাশকুসুম কল্পনা করতে থাকবে গরুটি, ওদিকে তখন তার দুধ দোয়ানোর কাজ চলতে থাকবে। এভাবেই বেশি দুধ পাওয়া আশা করছে রাশিয়ান কৃষি মন্ত্রণালয় ও স্থানীয় খামারিরা।
মজার বিষয় হলো যে, ভিআর হেডসেটটি বিশেষভাবে গরুর চোখে বসানোর জন্যই ডিজাইন করা হয়েছে। এবং প্রাথমিক পরীক্ষায় ভালো ফল এসেছে বলে রুশ কৃষি মন্ত্রণালয় জানিয়েছে।