নিটারে যারা ভর্তির জন্য মনোনীত বিষয় পেয়েছেন তাদের ভর্তি কার্যক্রম শুরুর সম্ভাব্য তারিখ ৫ অথবা ৬ জানুয়ারি থেকে (৫/৬-০১-২০২০), সঠিক তারিখ এবং দিক নির্দেশনা দিয়ে ঢাবি এবং নিটারের ওয়েবসাইটে যথাসময়ে নোটিশ দেয়া হবে।
তাই কেউ হতাশ হবেন না, অপেক্ষা করুন ৫/৬ তারিখের আগেই নোটিশ পেয়ে যাবেন।
নিটারের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য যা যা প্রয়োজন হবেঃ (গত বছরের অনুযায়ী)
১.প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার Transcript Received সিলযুক্ত মূল প্রবেশপত্র
২.সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছাড়া ৬ (ছয়) কপি রঙ্গিন ছবি।
৩.এসএসসি এবং এইচএসসি মূল গ্রেডশীটের সত্যায়িত ছাড়া ২ (দুই) টি ফটোকপি।
৪.সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কতৃক প্রদত্ত (Testimonial) চারিত্রিক সনদের মূলকপি সহ ১ (এক) টি ফটোকপি।
৫.এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের সত্যয়িত ছাড়া মূলকপির সাথে ২ (দুই) টি ফটোকপি।
৬.অভিভাবকের আয়ের সনদ (চাকুরীদাতা প্রতিষ্ঠানের প্রধান অথবা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কতৃক প্রদত্ত)
৭.নিটারে মনোনীত সাবজেক্টের ১ (এক) টি কপি প্রিন্ট করে নিয়ে আসবেন।
৮.জন্ম নিবন্ধন/ভোটার আইডি কার্ড (ফটোকপি/মেইন কপি একটা নিয়ে আসলেই হবে)
৯.নিজস্ব ডিপার্টমেন্টের নির্ধারিত ভর্তি ফি নিটারের ব্যাংক একাউন্টে জমার রশিদ।
১০.ভর্তির সময় অবশ্যই একজন অভিভাবক নিয়ে আসবেন, অভিভাবকের স্বাক্ষর লাগবে। (মাতা, পিতা, ভাই, বোন এক জন হলেই হবে)
(বি.দ্রঃ নিটারের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ)
রুবেল আকন্দ
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট,
নিটার অষ্টম ব্যাচ।