Featured

MedicineResearchSubject

এক ফোঁটা মদপান ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে কয়েকগুণ

, ডিসেম্বর ১০, ২০১৯ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

যদি আপনি ভেবে থাকেন যে দিনে দু-এক বার অ্যাালকোহল পানীয় আপনার শরীরে কোনও ক্ষতি করে না তবে আবার চিন্তা করুন। জাপানের গবেষকরা গবেষণা চালিয়ে দেখেছেন যে খুবই অল্প পরিমাণে অ্যালকোহল সেবন করলেও ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে।
এই গবেষক দলটি ক্যান্সারে আক্রান্ত ৩,২২২ জন রোগীর ক্লিনিকাল তথ্য পরীক্ষা করেছেন  এবং লিঙ্গ, বয়স, হাসপাতালের ভর্তির তারিখ এসব আলাদাভাবে সাজিয়েছেন ।
জাপানের ৩৩ টি সাধারণ হাসপাতাল থেকে এ তথ্য সংগ্রহ করা হয় ।
সমস্ত অংশগ্রহণকারীরা তাদের গড় দৈনিক পরিমাণ অ্যালকোহল গ্রহণের পরিমান এবং মদ্যপানের সময়কাল সম্পর্কে রিপোর্ট করেছিলেন।