গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকরপোরেশনের প্রধান ল্যারি পেজ ও প্রেসিডেন্ট সের্গেই ব্রিন দায়িত্ব ছেড়ে তাদের গুরু দায়িত্বখানা তুলে দিয়েছেন সুন্দর পিচাইয়ের কাঁধে । তাই এখন থেকে গুগলের পাশাপাশি আরো ৮ টি প্রতিষ্ঠান যেগুলো অ্যালফাবেট ইনকরপোরেশনের অভ্যন্তরে সেগুলোর সর্বোচ্চ নেতৃত্ব প্রদান করবেন সুন্দর পিচাই ।
নতুন দায়িত্ব তাকে যেমন সম্মান এনে দিয়েছে তেমনি তাঁর সামনে দাঁড় করিয়েছে অনেক চ্যালেঞ্জ। সিলিকন ভ্যালির সবচেয়ে কঠিন চাকরিটাই এখন তাঁর।
সুন্দর পিচাইয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুগল নিয়েই। গত এক বছরে গুগলে বেশ কয়েকবার কর্মী অসন্তোষ দেখা দিয়েছে। এত দিন তিনি গুগলের নেতৃত্বে থাকলেও কর্মী অসন্তোষ তিনি ঠেকাতে পারেননি ।
২০১৫ সালে অ্যালফাবেট ইনকরপোরেশন নামে মূল প্রতিষ্ঠান তৈরি করেন গুগলের দুই প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। গুগল থাকে অ্যালফাবেটের অধীনে। সে সময় অ্যালফাবেটের প্রধান হিসেবে দায়িত্ব নেন ল্যারি, প্রেসিডেন্ট হন সের্গেই ব্রিন। অ্যালফাবেটের আওতায় থাকে অ্যান্ড্রয়েড, সার্চ, অ্যাড (বিজ্ঞাপন), ইউটিউব, ম্যাপের মতো ব্যবসা।
বরাবরই সমস্যা সমাধানে অভিনব কিছু করার কৃতিত্ব দেখিয়েছেন পিচাই। সিলিকন ভ্যালির সবচেয়ে কঠিন কাজের দায়িত্ব নিয়ে কতটা চমক দেখাতে পারেন, সে প্রতীক্ষায় রয়েছে প্রযুক্তি বিশ্ব।