Featured

MedicineSubject

টাইফয়েডের নতুন টিকার মাঠ পর্যায়ে সফল পরীক্ষা

, ডিসেম্বর ০৬, ২০১৯ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

টাইফয়েডের নতুন একটি টিকার প্রথমবারের মতো পরীক্ষা চালনো হয়েছে । নেপালে এই পরীক্ষাটি চালানো হয় । গবেষকরা বলেছেন, শিশুদের ওপর টাইফয়েডের এই টিকাটি প্রয়োগ করে ৮১ দশমিক ৬ শতাংশ সফলতা পাওয়া গেছে ।
বিশ্বে টাইফয়েডে প্রতিবছর আক্রান্ত হয়ে থাকে প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ । যার মধ্যে ১ লাখ ১৭ হাজার রোগী মারা যায় ।