Featured

MedicineSubject

করোনা ভাইরাস সর্তকতা

, জানুয়ারী ২৩, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z
চীনে সাম্প্রতিক যে অজানা ভাইরাসে ব্যাপক প্রাণহানীর আশংকা করা হচ্ছে সে ভাইরাসটি ‘ করোনা ভাইরাস ২০১৯ - এনসিভি ‘ ।
প্রায় এক দশক আগে SARS ( severe acute Respiratory Syndrome ) নামে যে ভাইরাসে প্রায় হাজার মানুষ প্রাণ হারিয়েছিলো সেটিও ছিলো করোনা ভাইরাস ।
জেনেটিক মিউটেশন বা নিজ দেহকোষে জ্বীনের পরিবর্তনে সক্ষমতা অর্জন করেছে এই ভাইরাস । মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে পর্যুদস্ত করে অত্যন্ত নিখুঁতভাবে প্রাণহানী ঘটাতে সক্ষম এই ‘ করোনা ‘ নামক ভাইরাসটি ।

হাঁচি , কাশি ( ড্রপলেট ইনফেকশান ) লালা থেকে মানুষের শ্বসনযন্ত্র বা Respiratory tract আক্রমণ করে করোনা ভাইরাস । মারাত্মক সংক্রমণ হয় যদি আপনি করোনা আক্রান্ত রোগীকে Personal self protected equipment ছাড়া হ্যান্ডেল করেন । ARDS করে ফুসফুসের কার্যক্ষমতা পুরোপুরি নষ্ট করে দেয় । Multi organ failure বা MODS এর কারণে খুব অল্প সময়ে রোগী মারা যায় ।
অস্বীকারের জো নেই - ইদানিং কালের ভাইরাস বিশেষ করে যেসব ভাইরাস Respiratory tract বা শ্বসনযন্ত্রকে টার্গেট করছে - সেসব রোগীদের মৃত্যুহার অনেক অনেক বেশি । ভেন্টিলেটর থেকে শুরু করে সব ধরণের সাপোর্ট দেবার পরও রোগীকে বাঁচানো দূরহ হয়ে যাচ্ছে ।

বাংলাদেশে স্টাডি বা রিসার্চ নেই তেমন । খোদা না করুক একবার মহামারী ধারণ করলে আমরা নিরুপায় হয়ে যাবো ।
নেপাল , ভূটান এবং চীন ভ্রমণ থেকে আপাতত দূরে থাকুন ।

- আসিফ সৈকত