Featured

MedicineSubject

শিখে নিন রক্তের গ্রুপ নির্ণয় করা

, জানুয়ারী ২৩, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z
ব্লাড গ্রুপিংয়ের জন্য যা দরকার-

১। ব্লাড গ্রুপিংয়ের ৩ টা এন্টি! 

(১)Anti-A
(2) Anti-B
(৩)Anti-D

২। জিবানু মুক্ত একটা সুচ 
৩।একটা কাচের স্লাইড 
৪।তুলা
৫। জিবানু নাশক 

প্রথমে জার ব্লাড গ্রুপ নির্বাচন করবেন তা হাতের যে কোন একটা আঙ্গুল ভালো করে জিবানু মুক্ত করে নিবেন, তার পরে সুচ দিয়ে আঙ্গুল এর আগায় হাল্কা খোচা দিয় কাচের স্লাইড এ ৩ ফোটা রক্ত নিবেন, ছবিতে দেয়া নির্দেষনা অনুযায়ী দুরত্ব রেখে তার পরে

প্রথম ফোটায় এন্টি A 
২য় ফোটায় এন্টি B
৩য় ফোটায় এন্টি D দিয়ে ভাল করে সুচ এর গোড়া দিয়ে মেসাবেন। খেয়াল রাখবেন রক্ত &এন্টি মেশানোর সময় একটা জেনো অন্যো টার সাথে না মিশে।

এখন ব্লাড গ্রুপিংয়ের এর নিয়ম।

১। যদি Anti -A ফাটে আর Anti-B না ফাটে তাহলে রক্তের গ্রুপA
২। যদি Anti-A না ফাটে আর Anti -B ফাটে তাহলে রক্তের গ্রুপ B
৩। যদি Anti- A Anti-B দুইটাই ফাটে তাহলে রক্তের গ্রুপ AB
৪। যদি Anti-A ও Anti-B একটা ও না ফাটে তাহলে রক্তের গ্রুপ O
আমরা গ্রুপ নির্বাচন শিখলাম। 

এখন positive আর negative নির্বাচন 
Anti-D........ যদি ফেটে জায় তাহলে রক্ত +(positive) 
Anti-D......... যদি না ফাটে তাহলে রক্ত —(negative)