Featured

ResearchWarehouse

৪৩৭ মিলিয়ন বছর পূর্বের কাঁকড়াবিছার জীবাশ্ম আবিষ্কার করেছেন গবেষক দল

, জানুয়ারী ২৪, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

গবেষকগণ এখনো পর্যন্ত আবিষ্কৃত সব চেয়ে প্রাচীন কাঁকড়াবিছার জীবাশ্ম আবিষ্কার করেছেন । যা প্রায় ৪৩৭ থেকে ৪৩৬ মিলিয়ন বছর আগে বেঁচে ছিল । এটি এমন একটি সন্ধান যা প্রাণীরা কীভাবে ভূমিতে বসবাসের জন্য খাপ খাইয়েছিল তা আলোকপাত করে।
পেরিওস্কোরপিয়ো ভেনেটর নামে বিচ্ছুটিকে সায়েন্টিফিক রিপোর্টে জার্নালে এখন পর্যন্ত জানা সবচেয়ে পুরানো-বিচ্ছু হিসাবে বর্ণনা করা হয়েছে ।
মার্কিন যুক্তরাষ্ট্রে অটারবিন বিশ্ববিদ্যালয় এবং অ্যান্ড্রু ওয়েনড্রফ সহ বিজ্ঞানীদের অনেকের মতে, বিচ্ছুরা প্রথম সমুদ্রের পানিতে থাকতো । যারা পরবর্তি সময়ে ভূমিতে চলে আসে ।
মূলত বিছা'রা কিভাবে ভূমিতে নিজেদের অভিযোজনের মাধ্যমে খাপ-খাইয়ে নিয়েছিলো তাই ছিলো এই গবেষণার মূল উদ্দেশ্য ।