Featured

PhysicistPhysicsScholarSubject

পদার্থবিজ্ঞানের বাংলাদেশি একজন কিংবদন্তী!

, জানুয়ারী ১৮, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z
অরুণ কুমার বসাক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  পদার্থবিজ্ঞানের বাংলাদেশের  একমাত্র প্রফেসর ইমেরিটাস । 
নিউক্লিয় মিথস্ক্রিয়ার নতুন তত্ত্ব আবিষ্কার করে  বিশ্বসভায় বাংলাদেশকে সমাদৃত করার মহারথী!
দেশের খ্যাতনামা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রতিষ্টাতা অরুণ কুমার বসাক।
আমাদের দেশে হাতেগোনা যে কয়জন আদর্শ ও মহান শিক্ষক আছেন তাদের মধ্যে অরুন কুমার বসাক সামনের সারিতেই। 
অরুণ কুমার বসাকের ১৪০ টির বেশি বিজ্ঞান প্রবন্ধ প্রকাশিত হয়েছে বিশ্বের খ্যাতনামা বিজ্ঞান সাময়িকীতে।
তিঁনি রচনা করছেন ২৫০০ বেশি পাবলিকেশন যা দেশের কোন কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের পুরো বিজ্ঞান অনুষদেও নেই।
গবেষণা আর জ্ঞান বিতরণ করাই তার একমাত্র নেশা!
তাইতো অবসর গ্রহণের পরেও শিক্ষকতা চালিয়ে যাওয়ার ব্যাপারে বলেন " বিশ্ববিদ্যালয়ে আমার যে কয়টা সন্তান রয়েছে, তাদের যদি আমি কিছু জ্ঞান দান করে যেতে পারি ও কিছু গবেষণা শিখিয়ে দিতে পারি  তাহলে সেটি  হবে আমার মনের একমাত্র   সন্তুষ্টি। 
-সংগৃহীত