Featured

MedicineSubject

বিরল রোগে আটকে যায় পিটার ক্লাকলির হাড়ের জয়েন্ট

, জানুয়ারী ১৮, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

আপনারা ছবি তে যেই কংকালটি দেখতে পাচ্ছেন  তার  নাম  পিটার ক্লাকলি। ১৮৮২ সালের ১৬ ই সেপ্টেম্বর ২০ বছর  বয়সী  ক্লাকলির  এই বিরল রোগ নির্ণয়  হয়।রোগটি এমন ছিলো  যে তার হাড় এর জয়েন্ট  গুলো  একটি আরেকটির  সাথে আটকে যেতে থাকে এবং সে পুরোপুরি ভাবে চলাচলের জন্য অক্ষম হয়ে যেতে থাকে। তার হাড়ের জয়েন্ট গুলো বসা পজিশন এই আটকে যায়  এবং  মৃত্যু  পর্যন্ত সে সেই  পজিশন এই থাকে।  ডঃ রা তার সামনের দাত উপড়ে ফেলে যাতে করে  তার মুখ দিয়ে  তরল খাবার  দেয়া সম্ভব হয়।কারণ তার চোয়ালের জয়েন্ট ও ফিক্সড হয়ে গিয়েছিল। 
ক্লাকলি ফিলিপিনের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।  ১৯২৫ সালের ১০ ই সেপ্টেম্বর  ক্লাকলি মারা যান এবং  তার মৃতদেহ  আর্মি  মেডিকেল মিউজিয়াম এ ডোনেট করে যান, যাতে তার  এই বিরল রোগ  সম্পর্কে কিছু  গবেষণা করতে পারে পরবর্তি প্রজন্মে। 
বর্তমানে তার  কংকালটি  National Museum of Health and Medicine  এ সংরক্ষিত আছে।