Featured

Technology

অ্যান্ড্রয়েড ১১ তে যা যা থাকছে

, ফেব্রুয়ারী ২২, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

আজ গুগল রিলিজ করলো তাদের অ্যান্ড্রয়েড ১১ এর ডেভেলপার প্রিভিউ। শুধুমাত্র পিক্সেল ২, পিক্সেল ৩ , পিক্সেল ৪ ও তাদের XL ভার্ষণগুলো এবং Treble Supported ডিভাইসেই এখন চালাতে পারবেন।
তো দেখা যাক নতুন যেসব বড় পরিবর্তন আছে এতে।

১) চ্যাট বাবল
মেসেঞ্জারের মত প্রায় সকল এপেই চ্যাট বাবল সুবিধা পেতে যাচ্ছেন এন্ড্রোয়েড ১১ এ। আপাতত শুধু গুগলের অফিসিয়াল মেসেঞ্জার এপে এই সুবিধা পাবেন ।

২) নোটিফিকেশন শেড থেকে ইমেজ পাঠানো
আগে শুধু নোটিফিকেশন শেড থেকে লেখা পাঠানো যেত, এইবার যুক্ত হচ্ছে ইমেজ পাঠানোর সুবিধাও।

৩) ওয়ান টাইম পারমিশন
Allow, Allow Permanently, Denied এর পাশাপাশি আইফোনের মত এইবার কোন অ্যাপ কে যেকোন পারমিশন একবার দেওয়ার সুবিধা দিবে গুগল। ব্যাকগ্রাউন্ড প্রসেস কিল হলেই সেই পারমিশন আবার চলে যাবে। অনেক দরকারি এই ফিচার অনেকের দারুন কাজে আসবে।

৪) বায়োমেট্রিক এ আসছে পরিবর্তন
এন্ড্রোয়েড ১১ এ বায়োমেট্রিক সিস্টেমে ভাল পরিবর্তন নিয়ে আসছে। গুগলের পাসওয়ার্ড অটো ফিল এর জন্য ও দরকার হবে authentication ।

৫) মিউজিক কন্ট্রোল করা যাবে কুইক সেটিংস প্যানেল থেকেই ।
এছাড়াও আরো নানা নতুন ফিচার থাকবে অ্যান্ড্রয়েড এর ১১ তম ভার্সন এর মূল অপারেটিং সিস্টেম-এ ।