একটি মহাকাশযান একটি দূরবর্তী বসবাসযোগ্য গ্রহে ভ্রমণ করছিল এবং পৃথিবীর হাজার হাজার মানুষকে ঐ গ্রহে পার করছিল। হঠাৎ মহাকাশযানটির ঘুমানোর কক্ষে যান্ত্রিক ত্রুটি ঘটার ফলে দুইজন যাত্রী ৯০ বছর আগে জেগে যায়
Passengers Movie Poster |
খুঁটিনাটি
পরিচালক - মর্টেন টাইল্ডামপ্রযোজক - স্টিফেন হামেল, মাইকেল মাহের
গল্প ও চিত্রনাট্য - জন স্পেইটস
ধরণ - সাইন্স ফিকশন, রোমান্স
অভিনয়ে - জেনিফার লরেন্স, ক্রিস প্রেট, মাইকেল শীন
মিউজিক - থমাস নিউম্যান
সিনেমাটোগ্রাফি - রদ্রিগো প্রিয়েতো
সম্পাদনা - মারিয়ান ব্রেন্ডন
প্রোডাকশন কোম্পানি - ভিলেজ রোডশো পিকচার্স, স্টার্ট মোশান পিকচার্স
পরিবেশনায় - কলম্বিয়া পিকচার্স
মুক্তি - ২১ ডিসেম্বর (যুক্তরাষ্ট্র)
রানিং টাইম - ১১৬ মিনিট
দেশ - যুক্তরাষ্ট্র
ভাষা - ইংরেজি
বাজেট - $১৫০ মিলিয়ন
বক্স অফিস - $৩০৩ মিলিয়ন
ভাল দিক
অসাধারণ সেট ডিজাইন, ভিজুয়াল স্টাইল, জেনিফার লরেন্স এবং ক্রিস প্রেট এর পারফর্মেন্স, ব্যাকগ্রাউন্ড মিউজিক
খারাপ দিক
গল্প কিছুদূর যেতে না যেতেই আপনার কাছে চিত্রনাট্য আজগুবি মনে হবে
কাহিনী সারসংক্ষেপ
এভেলন নামক একটি মহাকাশযান ১২০ বছরের একটি মহাকাশযাত্রা করছিল। এটির মুল মিশন ছিল হোমস্টীড ২ নামক একটি গ্রহে বসবাসযোগ্যতা নির্ণয় করে পৃথিবীর মানুষদের সেই গ্রহে পাঠানোর ব্যবস্থা করা। সাথে ছিল ২৫৮ জন ক্রু মেম্বার এবং ৫০০০ যাত্রী। তারা হবেন ঐ গ্রহের প্রথম অধিবাসী। তারা ঐ ১২০ বছরের যাত্রার পুরোটা সময় ধরে শীতযাপনতায় থাকার কথা।
ক্রিটিসাইজড বাই - আতিক আলম...