Featured

MedicineSubject

করোনাভাইরাস কে প্রতিরোধ করতে যা খাবেন

, মার্চ ১০, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিহত করা যায়। করোনাভাইরাস মোকাবেলায় প্রয়োজন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। চলুন জেনে নেয়া যাক কোন খাবারগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক।

  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে পর্যাপ্ত পানি পান অপরিহার্য


  • মধুর উপকারিতাও এক্ষেত্রে অনস্বীকার্য। অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মধুর উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। প্রতিদিন এক চা চামচ মধু খাওয়ার অভ্যাস করুন।


  • ফলের ভেতরে বেদানা, পেয়ারা, আঙুর ও জাম খান। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কারণ। এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ।


  • শরীরের ভিটামিন ডি ও ক্যালসিয়ামের সমতা বজায় রাখতে দই খান। দই নিয়মিত খেলে শরীরে শ্বেত রক্তকণিকার পরিমাণ বাড়ে। হজম শক্তির ভালো হয়, ওজন নিয়ন্ত্রণে থাকে।


  • কালোজিরার কথা না বললেই নয়। বলা হয় মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কালোজিরা। স্থুলতা, ক্যান্সার ও হৃদরোগ সব কিছুর বিরুদ্ধেই শক্ত প্রতিরোধ গড়ে তোলে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কালোজিরা। এছাড়া সাধারণ সর্দি-কাশি, নাক বন্ধ, গলা ব্যথা, জ্বর সারাতে কালোজিরা বেশ উপকারি।


প্রতিদিনের এই অল্প কাজগুলো অভ্যাসে পরিণত করতে পারলে করোনাভাইরাস মোকাবেলা সম্ভব। এর ভয়াবহতায় ভয় না পেয়ে সচেতন হওয়া জরুরি। এছাড়া সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং বিশেষ করে ঘন ঘন হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
Keywords- Coronavirus, Corona, Virus, Covid, 19, Covid-19, Covid19,
করোনাভাইরাস, করোনা, ভাইরাস, কোভিড, ১৯, কোভিড-১৯, কোভিড১৯
DMCA.com Protection Status