Featured

NewsWarehouse

টরন্টোর বিশ্ববিদ্যালয় সংসদের প্রেসিডেন্ট শিক্ষার্থী মুনতাকা

, মার্চ ২৬, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

কানাডায় ইউনিভার্সিটি অব টরন্টোর শিক্ষার্থী সংসদের নিবার্চন অনুষ্ঠিত হয়েছে । এতে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী মুনতাকা আহমেদ।
মুনতাকা আহমেদ তার নিকটতম প্রতিদ্বন্ধির চেয়ে ১৫৬ ভোট বেশি পেয়ে জয় লাভ করেছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১৭১৭ । আগামী ২০২০-২০২১ মেয়াদের জন্য তিনি ইউনিভার্সিটি অব টরন্টোর শিক্ষার্থীদের নেতৃত্ব দেবেন তিনি।

বিজয়ী ঘোষিত হওয়ার পর ফেসবুকে মুনতাকা আহমেদ লিখেছেন, "এখনো বিশ্বাস হচ্ছে না। প্রেসিডেন্ট হিসেবে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। আমি খুবই কৃতজ্ঞ। সমর্থন, শুভকামনা ও শুভেচ্ছাবার্তার জন্য সবাইকে ধন্যবাদ।"
ইমিউনোলোজি এবং হেল্থ অ্যান্ড ডিসিজ- দুই বিষয়ে মেজর নিয়ে তৃতীয় বর্ষের ছাত্রী মুনতাকা এর আগে ইউনিভার্সিটিতে নানা পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন।
সূত্র: নতুনদেশ ডটকম