১. Giant Barrel Sponge হচ্ছে সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী। এরা প্রায় 2300 বছরেরও বেশি সময় বেঁচে থাকে।মেরুদন্ডীদের মধ্যে গ্রীণল্যান্ড হাঙর সবচেয়ে দীর্ঘজীবী।এরা সাধারণত গড়ে 400 বছর বাঁচে।
২.ডলফিনদের বলা হয় সবচেয়ে বুদ্ধিমান প্রাণী।এরা মানুষের আবেগ-অনুভূতি ভালভাবে বুঝতে পারে এবং এদেরকে Non-human person বলা যায়!
৩.ঈগল জাতীয় পাখিদের দৃষ্টিশক্তি এতই বেশি যে এরা কয়েক মাইল দূরে একটা খরগোশকে দেখতে পারে।
৪.পেঁচাদের(Owls) শ্রবণক্ষমতা যেকোনো প্রাণীর তুলনায় অনেক বেশি।
৫.সবচেয়ে বিষাক্ত প্রাণী সমুদ্র বোলতা(Sea wasp)।এরা Box Jellyfish নামেও পরিচিত।এদের বিষের প্রভাবে একজন মানুষ তিন মিনিটে মারা যেতে পারে।
৬.এক প্রজাতির শামুকের প্রায় 14,000 থেকে 20,000 দাঁত থাকে।মাগুর মাছের প্রজাতির দাঁতসংখ্যা 9280।
৭.Saltwater Crocodile এর কামড়ের চাপ 3700 psi(Pounds per square inch)
৮.সবচেয়ে দ্রুতগামী প্রাণী হচ্ছে পেরেগ্রিন ফ্যালকন।এ প্রজাতির বাজপাখির 242 miles per hour বেগে যেতে ডাইভ দিতে পারে।
৯.সবচেয়ে ধীরগতির প্রাণী হলো Slugs।এ অমেরুদন্ডীদের 48 মিটার যেতে এক ঘন্টা সময় নেয়।