Featured

Warehouse

ভাবসম্প্রসারণ লেখার সঠিক নিয়ম

, এপ্রিল ১২, ২০২০ WAT
Last Updated 2022-11-02T17:15:28Z
গুরুত্বপূর্ণ ভাবসম্প্রসারণ  সারাংশ লেখার নিয়ম  ভাবসম্প্রসারণ এ জগতে হায়  প্রতিবেদন লেখার নিয়ম  ভাবসম্প্রসারণ করিতে পারি না কাজ  ভাবসম্প্রসারণ সঙ্গদোষে লোহা ভাসে  রচনা লেখার নিয়ম  ভাবসম্প্রসারণ সবার উপরে মানুষ সত্য
ভাবসম্প্রসারণ লেখার নিয়ম


প্রতিটি ভাষায়ই এমন কিছু বাক্য রয়েছে যেগুলোতে লুকিয়ে আছে গভীর ভাব। কবি, সাহিত্যিক, মনীষীদের রচনা কিংবা হাজার বছর ধরে প্রচলিত প্রবাদ প্রবচনে নিহিত থাকে জীবনসত্য। এ ধরনের গভীর ভাব বিশ্লেষণ করে তা সহজভাবে বুঝিয়ে দেওয়াকে বলে ভাবসম্প্রসারণ।

ভাবসম্প্রসারণে যুক্তি, দৃষ্টান্ত ও প্রাসঙ্গিক উদ্ধৃতি দিয়ে মূলভাব পরিষ্কারভাবে উপস্থাপন করতে হবে।

ভাবসম্প্রসারন লেখার নিয়ম

  • প্রদত্ত গদ্য বা পদ্যাংশটি পড়ে মূল ভাবটি বুঝতে হবে।
  • প্রদত্ত অংশটি রূপকাশ্রয়ী হলে রূপকের আড়ালে প্রচ্ছন্ন ভাববস্তুটি অনুসন্ধান করে বের করতে হবে।
  • প্রদত্ত অংশটি রূপকাশ্রিত না হয়ে ভাবব‍্যণ্জকও হতে পারে। এ রকম ভাবের সরাসরি সম্প্রসারণ করাই বিধেয়।
  • ভাবসম্প্রসারণ ব‍্যাখ‍্যা নয়। ব‍্যাখ‍্যাংশের মতো রচনার নাম,রচয়িতার নাম, প্রসঙ্গ কথা- কোন কিছুর উল্লেখ করা যাবেনা।
  • মূল ভাবকে ফুটিয়ে তুলতে উদ্ধৃতি, দৃষ্টান্ত প্রয়োগ, পৌরাণিক বা ঐতিহাসিক কাহিনীর উল্লেখ, অলঙ্কার, উপমাদির প্রয়োগ চলতে পারে।
  • ভাবসম্প্রসারণের আকৃতিগত আয়তনের ব‍্যাপারে বাঁধাধরা নিয়ম নেই।
  • সহজ সরল ভাষা হবে ভাবসম্প্রসারণের প্রকাশ মাধ্যম।
  • সাধু বা চলিত যে কোনো একটি ভাষারীতি গ্রহণ করতে হবে।
এসকল নিয়ম মেনে ভাবসম্প্রসারণ লিখলে ভাবসম্প্রসারণটি খুবই  উন্নতমানের হবে ।