বর্তমান বিশ্বের সকল দেশে সৌরবিদ্যুতের ব্যবহার দিন-দিন বেড়েই চলেছে । যে সোলার সেল বা সৌরকোষ ব্যবহারের মাধ্যমে সৌরশক্তিকে ব্যবহার উপযোগী ইলেক্ট্রিসিটিতে রূপান্তরিত করা হয়, তার কার্যক্ষমতা ছিলো তুলনামূলক কম ।
তবে এখন, বেশি ক্ষমতাসম্পন্ন সোলার সেল তৈরি করেছেন বিজ্ঞানীরা ।
নতুন আবিষ্কৃত সোলার সেল তার কার্যক্ষমতার জন্য বিশ্ব রেকর্ড করেছে । যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ল্যাবরেটরির (এনআরইএল) বিজ্ঞানীরা নতুন অধিক কার্যক্ষমতাসম্পন্ন এই সোলার সেল তৈরি করেছেন। এই সোলার সেলের কার্যক্ষমতা ৫০ শতাংশের কাছাকাছি।
যা আগের সোলার সেলে ছিলো ২০ শতাংশের মতো । এর অর্থ হলো, আগে সোলার সেল বা সৌরকোষ শোষিত সৌরশক্তির সামান্য অংশকে বিদ্যুতে রূপান্তর করতে পারত। এখন এই ক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে।
নতুন আবিষ্কৃত ছয়টি সক্রিয় ফটো অ্যাকটিভ স্তরের (সিক্স জংশন) সোলার সেলের কার্যক্ষমতা অনেক বেশি। এই সোলার সেলের রূপান্তর ক্ষমতা সর্বোচ্চ ৪৭ দশমিক ১ শতাংশ।
যা এই প্রথম ।
এই আবিষ্কার সৌরবিদ্যুতের উৎপাদনে বিরাট পরিবর্তন নিয়ে আসবে বলে ধারনা করা হচ্ছে ।