কোভিড-১৯ করোনাভাইরাসের টিকা আসতে আরো প্রায় ১৬ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেবরিয়াসুস।
ডব্লিউএইচওর প্রধান বলেন, করোনাভাইরাসের টিকা আবিষ্কারের চেষ্টা শুরু হয়েছে গত জানুয়ারি মাসে। এ কাজে আরো ১০ থেকে ১৬ মাস সময় লাগতে পারে। তিনি আরো জাতিসংঘের কাছ থেকে গবেষনার কাজের জন্য আর অর্থের জোগান দিতে আহ্বান করেন ।
এছাড়া ইউরোপ ভ্যাক্সিনের গবেষনায় যেই ৮০০ কোটি ডলারের বাজেট দিয়েছে তা যথেষ্ট নয় বলে তিনি জানিয়েছেন ।