দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে কোন ফিজিক্যাল কানেকশন বা ক্যাবল কনেকশন ছাড়া ডেটা ট্রান্সফার করার পদ্ধতিকে ওয়্যারলেস কমিউনিকেশন বলে। এর সুবিধা নিচে দেওয়া হলো-
- নেটওয়ার্কের মধ্যে সহজেই কোন ডিভাইস স্থানামত্মর করা যায়।
- ক্যাবলিং করার ঝামেলা নেই।
- খরচ কম।
- বেশি সংখ্যক ডিভাইস নেটওয়ার্কে যুক্ত করা যায়।
- নেটওয়ার্কের গতি বেশি।
ওয়াই-ফাই কি? ওয়াই-ফাই এর সুবিধা অসুবিধা
ওয়াই-ফাই বা ওয়্যারলেস ফিডালিটি (Wireless Fidelity-Wifi) হচ্ছে একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি। যা রেডিও ওয়েভ ব্যবহার করে কোন ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট সংযোগের মাধ্যমে ডেটা আদান প্রদান করতে পারে। এই প্রযুক্তি স্ট্যান্ডার্ড ইথারনেট এবং অন্যান্য সাধারণ তার ভিত্তিক ল্যান প্রযুক্তি থেকে অপেক্ষাকৃত দ্রুত এবং কম ব্যয়বহুল। ওয়াইফাই তারবিহীন ল্যানে ল্যাপটপ পিসি, স্মার্ট ফোন, এবং অন্যান্য ডিভাইসের সাথে ওয়াই-ফাই মডেমের সংযোগ করে দ্রুত বর্ধনশীল ব্যবসা, পাবলিক এবং গৃহে খুব সহজেই ইন্টারনেট সংযুক্ত করা যায়।
ওয়াই-ফাই এর সুবিধা সমূহঃ
- ওয়াই-ফাই লোকাল এরিয়া নেটওয়ার্কের তুলনায় অনেক সস্তা। প্রত্যমত অঞ্চল, ঐতিহাসিক ভবন ইত্যাদি জায়গা যেখানে তার বা ক্যেবল ব্যবহারের সুযোগ নেই সে সকল জায়গায় তারবিহীন লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ওয়াই-ফাই খুব সহজেই ব্যবহার করা যায়।
- প্রস্তুককারী গণ বর্তমানে প্রায় সকল ল্যাপটপ তারবিহীন নেটওয়ার্কের সাথে খাপ খাওয়ানোর উপযোগী করে নির্মাণ করেছেন। ফলে এটা অনেকের কাছে খুব সহজে গ্রহণযোগ্য হচ্ছে।
- ওয়াই-ফাই পণ্য সমূহ ওয়াই-ফাই এলায়েন্স কর্তৃক সনদপ্রাপ্ত।
- যে কোন মানের ওয়াই-ফাই বিশ্বের যে কোন জায়গায় কাজ করবে।
- ওয়াই-ফাই এর বর্তমান সংস্করণ ব্যাপকভাবে নিরাপদ বলে গণ্য করা হয়।
- মান সম্পন্ন সেবার নতুন প্রোটোকল ভয়েস ও ভিডিও প্রয়োগে ওয়াই-ফাইকে আরো যথাযথ করে তুলেছে।
- বিদ্যুৎ সাশ্রয় পদ্ধতি ব্যাটারির পরিচালনা কার্যক্রমকে আরে উন্নত করেছে।
ওয়াই-ফাই এর অসুবিধা সমূহঃ
- এর ডেটা স্থানামতর বেশ ধীরগতি সম্পন্ন।
- নির্দিষ্ট কিছু এলাকা ছাড়া অন্যান্য জায়গায় এর কভারেজ পাওয়া দুরূহ। যেমন গাড়ীতে করে এক জায়গা থেকে অন্য এক জায়গায় যাওয়ার সময় ওয়াই-ফাই এর সাহয্যে কাজ করা অসম্ভব।
- ডেটার নিরাপত্তা ঝুকি থেকেই যায়।
- নেটওয়ার্কের নিরাপত্তা ঝুকি রয়েছে।
ওয়াই ম্যাক্স কী? ওয়াই ম্যাক্স এর সুবিধা অসুবিধা
ওয়াই ম্যাক্স হচ্ছে একটি যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত ভৌগলিক অঞ্চলে দ্রুত গতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করতে পারে। ওয়াই ম্যাক্স এর পূর্ণরূপ হল Worldwide Interoperability for Microwave Access (WiMax) একে চতুর্থ জেনারেশনের মোবাইল প্রযুক্তির অংশ বা তারবিহীন যোগাযোগ প্রযুক্তির 4G ও বলা হয়। ওয়াই ম্যাক্স ৭৫ মেগাবিট / সেকেন্ড পর্যমত ডেটা ট্রান্সফার রেট প্রদান করে যা সাধারণ কেবল মডেম এর তুলনায় অপেক্ষকৃত দ্রুত।
ওয়াই ম্যাক্স এর সুবিধা সমূহঃ
বিভিন্ন রকম ডিভাইসের মাধ্যমে গ্রাম ও শহরে স্থানামতরযোগ্য মোবাইল ব্রাডব্যান্ড সংযোগ প্রদান করে।
কোন ভৌগলিক অঞ্চলের শেষ প্রামত পর্যমত ব্রডব্যান্ডে প্রবেশ নিশ্চিত করতে কেবল ও ডিজিটাল সাবস্ক্রাইবার লাইনের তারবিহীন বিকল্প পদ্ধতি হল ওয়াই-ম্যাক্স। ফলে খুব সহজেই ইন্টারনেটে প্রবেশ করা যায়।
ডেটা আদান প্রদান, টেলিযোগাযোগ, টিভি সার্ভিস ইত্যাদি বিভিন্ন কাজে ব্যাপক সহায়তা প্রদান করে।
ধারাবাহিক পরিকল্পনার অংশ হিসেবে ব্যবসাক্ষেত্রে ইন্টারনেট সংযোগে সহায়তা প্রদান করে।
অন্যান্য নেটওয়ার্কের তুলনায় খরচ অপেক্ষকৃত কম।
স্পেকট্রাল কর্মদক্ষতা যথেষ্ট ভাল।
ওয়াই ম্যাক্স সেলুলার ফোনের স্থলাভিষিক্ত হয়েছে যার সামগ্রিক ধারণ ক্ষমতা অপেক্ষকৃত বেশি।
ওয়াই ম্যাক্স এর অসুবিধা সমূহঃ
ওয়াই ম্যাক্স ৫০ কিলোমিটারের বেশি দূরত্বে ৭০ মেগাবিট / সেকেন্ড এর বেশি গতি প্রদান করতে পারে না।
ধূরত্ব বাড়তে থাকলে অতিরিক্ত বেস স্টেশনের প্রয়োজনীয়তা দেখা দেয়। ফলে খরচ বেড়ে যায়।
একটি একক সেক্টরে একাধিক সক্রিয় ব্যবহারকারী থাকলে পারফরম্যান্স খারাপ হয়ে যায়।
সুর্যোগপূর্ণ আবহাওয়ায় সিগন্যাল সমস্যা দেখা দেয়।
Related search: Data communication, data transmission, data transmission speed, data transmission channel, data transmission methods, data, communication, transmission, speed, channel, method, methods, data communication pdf, data transmission pdf, data transmission speed pdf, data transmission channel pdf, data transmission method pdf, data transmission methods pdf, data communication pdf download, ICT, hsc, hsc ict pdf, hsc ict pdf download, ict data communication, ডেটা কমিউনিকেশন পিডিএফ, ডেটা ট্রান্সমিশন পিডিএফ, এইচএসসি, এসএসসি, আইসিটি, optical fiber cable, optic fiber, optical fiber pdf download, co-axial cable, pair cable, twisted pair cable, twisted cable, wifi, wimax, wifi-wimax, wifi vs wimax,
- অবশ্যই পড়ুন - ডেটা কমিউনিকেশন এন্ড ট্রানমিশন
- কো-এক্সিয়াল, টুইস্টেড পেয়ার এবং অপটিকাল ফাইবার কেবল নিয়ে বিস্তারিত
Related search: Data communication, data transmission, data transmission speed, data transmission channel, data transmission methods, data, communication, transmission, speed, channel, method, methods, data communication pdf, data transmission pdf, data transmission speed pdf, data transmission channel pdf, data transmission method pdf, data transmission methods pdf, data communication pdf download, ICT, hsc, hsc ict pdf, hsc ict pdf download, ict data communication, ডেটা কমিউনিকেশন পিডিএফ, ডেটা ট্রান্সমিশন পিডিএফ, এইচএসসি, এসএসসি, আইসিটি, optical fiber cable, optic fiber, optical fiber pdf download, co-axial cable, pair cable, twisted pair cable, twisted cable, wifi, wimax, wifi-wimax, wifi vs wimax,