Featured

MedicineResearchSubject

করোনাভাইরাসের হানা পুরুষের শুক্রাণুতেও!

, মে ১৬, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

কোভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত পুরুষের শুক্রাণুতেও মিলেছে ভাইরাসের উপস্থিতি । এমন দাবি করেছেন চীনা গবেষক দল । এর ফলে যৌনতার মাধ্যমে এই রোগ ছড়াতে পারে কি না এমন প্রশ্নের জন্মদিয়েছে ।
চীনা গবেষক দল এখনো যৌনতার মাধ্যমের এ রোগ ছড়াতে পারে কি না তা জানাতে পারেন নি ।
বিজ্ঞানীরা হাসপাতালে ভর্তি হওয়া ৩৮ জন পুরুষের দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে । এদের মধ্যে ৬ জনের শুক্রাণুতে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তবে শুক্রাণুতে এই ভাইরাস কত দীর্ঘ সময় অবস্থান করতে পারে অথবা শারীরিক সম্পর্কের সময় কেউ এই ভাইরাস তার পার্টনারের শরীরে সংক্রমিত করাতে পারেন কিনা সেবিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি ।
source - https://edition.cnn.com/2020/05/07/health/coronavirus-semen-china-health/index.html

keywords - coronavirus, corona virus, covid, covid-19, করোনাভাইরাস, কোভিড-১৯