পৃথিবীর মতো গ্রহের সন্ধান বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে করছেন ।সাফল্য হিসেবে পেয়েছেন লক্ষ-লক্ষ আলোকবর্ষ দূরে পৃথিবীর সাথে অনেক দিক থেকে মিলে যায় এমন গ্রহ ।
এবার নিউজিল্যান্ডের মহাকাশ বিজ্ঞানীরা অবিকল পৃথিবীর মতো আরো একটি গ্রহের সন্ধান পেলেন। এই গ্রহটির নাম দেয়া হয়েছে ওজিএলই-২০১৮-বিএলজি-০৬৭৭ । দক্ষিন আমেরিকার দেশ চিলির একটি টেলিস্কোপের সাহায্যে এই গ্রহটি প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানীরা ।
পরে তিনটি আইডেন্টিক্যাল টেলিস্কোপ দিয়ে চিলি, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে বিজ্ঞানীরা এই গ্রহটিকে ভালোভাবে পর্যবেক্ষন করেন । এটি নিয়ে গবেষনা এখনো চলছে ।
বিজ্ঞানীদের ধারনা, গ্রহটি পৃথিবী এবং নেপচুনের মধ্যবর্তী কোনো স্থানে অবস্থান করছে । আর, এটি যথা সম্ভব ৬১৭ দিনে তার সূর্য বা নক্ষত্রকে প্রদক্ষিন করে তার বছর সম্পন্ন করে । এই গ্রহের নক্ষত্র আমাদের সূর্য থেকে ছোট ।
গবেষক দল এই গ্রহটির দিকে নজর রেখে চলেছেন ।
keywords- Earth like planet discovered with water-vapour rich atmosphere and a year of 617 days. The planet's mass was somewhere between that of Earth and Neptune. It orbited a host star which was about 10 per cent the mass of our sun.