গুগল ক্রোম ব্রাউজারের বিটা সংস্করণে এলো নতুন একটি ফিচার । একে বলা হচ্ছে 'ট্যাব গ্রুপ্স' । যাদের ব্রাউজারের প্রচুর ট্যাব খুলে কাজ করতে হয় তাদের এই ফিচারটি কাজে লাগবে ।
একের পর এক ট্যাব খুলা একটি বিরক্তির কারন হতে পারে ক্রোম ব্যবহারকারীদের কাছে । তাই ট্যাব গ্রুপস ফিচারটি এই কাজকে আরো সহজ করবে । অল্প কিছুদিনের মধ্যে নতুন এই ফিচারটি ক্রোমেরে বিটা ভার্সনে যুক্ত করার ঘোষণা দিয়েছে গুগল ।
ক্রোম ব্যবহারকারীরা একটি গ্রুপে তাঁর পছন্দের ট্যাবগুলো রাখতে পারবেন। এর কাস্টোমাইজড নামও দিতে পারবেন। একাদিক গ্রুপ তৈরি করে এক গ্রুপ থেকে আরেক গ্রুপে ট্যাব স্থানান্তর করাও যাবে। ট্যাব গ্রুপ থেকে ট্যাব সরানো বা আগে-পরে করার সুযোগও থাকবে। প্রচলিত ট্যাবের মতোই গ্রুপ ক্রোম বন্ধ বা চালু করার সময় সংরক্ষিত থাকবে। তাই কোনো ওয়েবপেজ হারানোর আশঙ্কা থাকবে না।
Read this article in English - Google Chrome to roll out 'Group Tabs' feature