Featured

AstronomySpace

"সোলার মিনিমাম" পরিস্থিতি

, মে ১৬, ২০২০ WAT
Last Updated 2021-04-13T19:45:49Z

সূর্য বর্তমানে "সোলার মিনিমাম" পরিস্থিতিতে রয়েছে । বিজ্ঞানীরা বলছেন, সূর্য চলে গেছে লকডাউনে । সোলার মিনিমাম পরিস্থিতিতে থাকার ফলে পৃথিবীতে স্বাভাবিক সময়ে সরবরাহ করা তাপমাত্রা অনেক কমে গেছে।
যার ফলে পৃথিবীতে সূর্যের তাপমাত্রার প্রকোপ কমেছে । জ্যোতির্বিজ্ঞানী ড. টনি ফিলিপস বলেন, "বিশ্ববাসী সামনে এমন গভীরতম এক সময়ের ভেতরে প্রবেশ করতে যাচ্ছে, যেসময়ে সূর্যের আলো কার্যত অদৃশ্য হয়ে যাবে। সূর্যের সোলার মিনিমাম চলছে। এটি অত্যন্ত গভীর। সানস্পট গণনা থেকে বোঝা যাচ্ছে এটি বিগত শতাব্দীর সবচেয়ে গভীরতম অবস্থানে রয়েছে। সূর্যের চৌম্বকীয় শক্তি দুর্বল হয়ে পড়েছে। এর মানে হলো সৌরজগতে অতিরিক্ত মহাজাগতিক শক্তির প্রবেশের আভাস পাওয়া যাচ্ছে।"
তিনি আরো বলেন, "সৌরজগতে অতিরিক্ত মহাজাগতিক রশ্মি প্রবেশ করলে তা মেরু অঞ্চল এবং নভোচারীদের জন্য হবে বিপদজ্জনক । সোলার মিনিমাম এর প্রভাবে পৃথিবীর বায়ুমন্ডলে বজ্রপাত বাড়বে ।"
মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) জানিয়েছে যে, সূর্যের এমন পরিস্থিতির ঘটনা "ডাল্টন মিনিমাম" আবার ঘটতে পারে । পূর্বে এর প্রভাবে ফসলের ভয়াবহ ক্ষতি হয়েছিলো । 
১৭৯০ এবং ১৮৩০ এর মধ্যে সূর্যের মিনিমাম সোলারের কারণে তীব্র শীতের মুখে পড়েছিল পৃথিবী।

keywords - NASA, sun lockdown, solar minimum, cold sun