এসএসসি ও সমমানের ২০২০ সালের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩১ মে । সেদিন সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালের এসএসসির ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে ।
এরপর মোবাইল মেসেজ ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এ ফলাফল তুলে ধরা হবে। এ বছর এসএসসির ফল অনলাইনে এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে প্রকাশিত করা হবে । পরীক্ষা কেন্দ্রে বা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না । যাতে করে ফল প্রকাশের দিন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা জমায়েত না হয় ।
এ বছরের ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো । এতে মোট পরীক্ষার্থি ছিলো প্রায় সাড়ে ২০ লাখ ।