Featured

MedicineSubject

প্রতি বছর নতুন রূপে ফিরতে পারে কোভিড-১৯: চীনা গবেষণা

, মে ১২, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

কোভিড-১৯ তার সমগোত্রীয় অনান্য করোনাভাইরাসগুলো থেকে আলাদা । এটি ‘সার্স’ বা ‘মার্স' ভাইরাসের তুলনায় পথ চলে ভিন্ন ভাবে ।
এই যেমন সার্স ভাইরাসে আক্রান্ত একজন রোগীকে কোয়ারেন্টিনে রাখা হলে রোগটি সেখানেই সঞ্চালন বন্ধ করে। কিন্তু করোনাভাইরাসের ক্ষেত্রে তা নয়, বরং এটি ছড়াতেই থাকে। আর উপসর্গহীন হওয়ার ফলে এই ভাইরাসটি শনাক্ত করাও কঠিন।
তাই উপসর্গহীন এই ভাইরাসটি একবার দীর্ঘ সংক্রমণের পথে হাঁটতে শুরু করলে তা সহজেই নির্মূল হওয়ার সম্ভাবনার পথটি হবে লম্বা ।
চীনের শীর্ষ চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান ‘প্যাথোজেন বায়োলজি ইনস্টিটিউট’র পরিচালক জিন কি মনে করেন, দীর্ঘকাল ভাইরাসটি মানুষের সঙ্গে সহাবস্থান করবে। এক পর্যায়ে এটি একটি মৌসুমি রোগ হিসেবে জায়গা করে নেবে এবং মানুষের সঙ্গেই মানবদেহের মধ্যে টিকে থাকবে।