সংযুক্ত আরব আমিরাত (UAE) ভিত্তিক সংস্থা সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর বিশ্বের সেরা দুই হাজার বিশববিদ্যালয়ের তালিকায় ১ হাজার ৭৯৪ তম স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় । বাংলাদেশের আর কোনো ইউনিভার্সিটি সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের এই তালিকায় স্থান পায় নি । দক্ষিণ এশিয়ার দেশ ভারতের ৬৪ টি এবং পাকিস্থানের ১০টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় রয়েছে ।
গত সোমবার ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২০-২১’ শীর্ষক তালিকা প্রকাশ করেছে সংস্থাটির ওয়েবসাইটে । ২০১২ সাল থেকে সংস্থাটি প্রতিবছর নিয়মিত বিশ্বসেরা বিশ্ববিদ্যলয়ের র্যাঙ্কিং প্রকাশ করে আসছে ।